Ganesh Chaturthi 2023: ২ কোটির নোট, ৫০ লাখের কয়েনে সেজে উঠেছে 'গণপতি', বিরাট চমক এই মন্দিরে, কোথায় জানেন?
Last Updated:
Ganesh Chaturthi 2023: চলতি বছর বেঙ্গালুরুর পুত্তেনাহাল্লিতে সত্য সাই গণপতি মন্দিরে বিরাট চমক রয়েছে। মন্দিরটি সাজাতে ২ কোটি টাকার নোট এবং ৫০ লক্ষ টাকার বেশি মূল্যের কয়েনের ব্যবহার করা হয়েছে।
advertisement
1/6

ভাদ্র মাসের শুক্লপক্ষ চতুর্থীতে গণেশ চতুর্থী পালিত হয়। টানা ১০ দিন ধরে ভগবান গণেশের পুজো করা হয়৷ চলতি বছর গণেশ চতুর্থীর পুণ্যলগ্ন শুরু হচ্ছে ১৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ থেকে। এই দিন থেকেই শুরু হবে গণেশের আরাধনা৷
advertisement
2/6
চলতি বছর বেঙ্গালুরুর পুত্তেনাহাল্লিতে সত্য সাই গণপতি মন্দিরে বিরাট চমক রয়েছে। প্রতি বছরই মন্দিরটি বিভিন্ন জিনিস দিয়ে সাজানো হয়। এই বছরও জাঁকজমকভাবে সাজানো হয়েছে এই মন্দির।
advertisement
3/6
গণেশ চতুর্থীতে বেঙ্গালুরুর পুত্তেনাহাল্লিতে সত্য সাই গণপতি মন্দিরে ২ কোটি টাকার নোট দিয়ে সাজানো হয়েছে। প্রতি বছর গণেশ পুজোর সময় সত্য সাই গণপতি মন্দিরকে বিভিন্নভাবে সাজানো হয়।
advertisement
4/6
মন্দিরটি সাজাতে ২ কোটি টাকার নোট এবং ৫০ লক্ষ টাকার বেশি মূল্যের কয়েনের ব্যবহার করা হয়েছে। এতে ১০,২০, ৫০, ১০০, ২০০, ৫০০ টাকার নোট ব্যবহার করা হয়েছে।
advertisement
5/6
২ কোটি টাকার মন্দিরের এই সাজের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মন্দিরে ২২ টি সিসিটিভি ক্যামেরা রাখা হয়েছে এবং সর্বক্ষণ কড়া নজরদাড়ি চলছে৷
advertisement
6/6
সূত্র থেকে জানা গেছে, প্রচুর স্বেচ্ছাসেবক ও কর্মচারী মিলে মন্দিরটি সাজিয়েছেন। এটি প্রস্তুত করতে তিন মাস সময় লেগেছে।