TRENDING:

Funny Names of Indian Rail Station: দিওয়ানা-নানা-দারু-বাপ! ভারতীয় রেলস্টেশনের এই মজাদার নামগুলি জানেন?

Last Updated:
এক ঝলকে দেখে নিন কয়েকটি অদ্ভুত মজার রেলস্টেশনের নাম (Funny Names of Indian Rail Station)।
advertisement
1/9
দিওয়ানা-নানা-দারু-বাপ! ভারতীয় রেলস্টেশনের এই মজাদার নামগুলি জানেন?
জায়গা বিশেষে একেকটি স্টেশনের নামের অর্থ রয়েছে। কিন্তু সার্বিক ভাবে দেখলে ভারতীয় কয়েকটি রেলস্টেশনের নাম শুনলে আপনি হাসি চাপতে পারবেন না (Funny Names of Indian Rail Station)। অদ্ভুত এবং মজাদার এমন রেলস্টেশনের নামগুলির প্রকৃত অর্থ না থাকলেও, কোনও না কোনও কারণে সেগুলির নাম এমন রাখা হয়েছে (Funny Names of Indian Rail Station)। এক ঝলকে দেখে নিন কয়েকটি অদ্ভুত মজার রেলস্টেশনের নাম (Funny Names of Indian Rail Station)।
advertisement
2/9
কুত্তা শুনলেই আপনার কুকুরের কথা মনে হবে। কিন্তু কুত্তা কর্নাটকের একটি ছোট্ট গ্রাম। কুর্গ এলাকায় অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই এলাকার রেলস্টেশনের নাম কুত্তা। শুনলে হাসি পাবেই।
advertisement
3/9
টাট্টি খানা। হেসে নিন খানিকটা। এই নাম শুনলে যে কোনও মানুষের হাসি পাবেই। তেলেঙ্গানার রঙ্গারেড্ডি জেলায় এই রেলস্টেশন রয়েছে। এখানে খুবই কম লোকের বসবাস। কিন্তু স্টেশনের নাম শুনলে হাসি চাপা সত্যিই দায়।
advertisement
4/9
এই রেলস্টেশনের নাম শুনলেই 'বাপের' কথা মনে পড়ে সকলের। কী অদ্ভুত নাম। বাপ নামক এই স্টেশনটি রাজস্থানের যোধপুরে অবস্থিত।
advertisement
5/9
রাজস্থানের আরেকটি স্টেশনের নাম নানা। এই রেলওয়ে স্টেশনটি রাজস্থানের সিরোহি পিন্ডওয়ারায় অবস্থিত। নানা স্টেশন থেকেই নিকটতম জায়গা উদয়পুরে যেতে হয়।
advertisement
6/9
ভাবতে পারছেন, একটি স্টেশনের নাম দিওয়ানা। এই দিওয়ানা রেলওয়ে স্টেশনের অবস্থান হল হরিয়ানার পানিপথে। এটা খুবই ছোট একটি রেল স্টেশন।
advertisement
7/9
যদিও মদের সঙ্গে এই স্টেশনের কোনও সম্পর্ক নেই, তবে এই স্টেশনের নাম দারু স্টেশন। ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় এবং স্টেশনটির নামেই এখানের গ্রামটিরও নামকরণ করা হয়েছে 'দারু'।
advertisement
8/9
রাজস্থানের আরও একটি রেলওয়ে স্টেশনের নাম শুনলে হাসি পাবে, তা হল সালি। এই রেলওয়ে স্টেশনটি রাজস্থানের যোধপুর জেলায় অবস্থিত। এটি আজমির থেকে প্রায় ৫৩ কিমি দূরে এবং উত্তর-পশ্চিম রেলওয়েতে পড়ে।
advertisement
9/9
এলাকায় ভরপুর বিড়াল রয়েছে কিনা জানা নেই, তবে স্টেশনের নাম বিল্লি। বিল্লি নামক এই রেলওয়ে স্টেশন উত্তরপ্রদেশে অবস্থিত। এই স্টেশনটি সোনভদ্র জেলায় রয়েছে। এটি একটি খুব বিখ্যাত স্টেশন।
বাংলা খবর/ছবি/দেশ/
Funny Names of Indian Rail Station: দিওয়ানা-নানা-দারু-বাপ! ভারতীয় রেলস্টেশনের এই মজাদার নামগুলি জানেন?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল