TRENDING:

PM Ujjwala Yojana: বিনামূল্যে গ্যাস সিলিন্ডার! কোন মহিলারা পাবেন জানেন? আবেদনে দরকার শুধু এই নথি!

Last Updated:
প্রধানমন্ত্রী উজ্বলা যোজনা (PM Ujjwala Yojana): মহিলাদের ক্ষমতায়নের জন্য কেন্দ্র সরকার সময়ে সময়ে একাধিক প্রকল্প চালু করেছে। কোটি কোটি মহিলা ইতিমধ্যেই সেইসব প্রকল্পের সুবিধা পেয়েছেন। এর মধ্যে অন্যতম বড় প্রকল্প হল প্রধানমন্ত্রী উজ্বলা যোজনা (PMUY), যা গ্রামীণ ও দরিদ্র পরিবারের জীবনে বড় পরিবর্তন এনেছে।
advertisement
1/7
বিনামূল্যে গ্যাস সিলিন্ডার! কোন মহিলারা পাবেন জানেন? আবেদনে দরকার শুধু এই নথি!
প্রধানমন্ত্রী উজ্বলা যোজনা (PM Ujjwala Yojana): মহিলাদের ক্ষমতায়নের জন্য কেন্দ্র সরকার সময়ে সময়ে একাধিক প্রকল্প চালু করেছে। কোটি কোটি মহিলা ইতিমধ্যেই সেইসব প্রকল্পের সুবিধা পেয়েছেন। এর মধ্যে অন্যতম বড় প্রকল্প হল প্রধানমন্ত্রী উজ্বলা যোজনা (PMUY), যা গ্রামীণ ও দরিদ্র পরিবারের জীবনে বড় পরিবর্তন এনেছে।
advertisement
2/7
আগে গ্রামাঞ্চলে কাদার চুল্লিতে রান্না করা হত। এর ফলে ধোঁয়ায় মহিলাদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতো। কিন্তু উজ্বলা যোজনার মাধ্যমে অধিকাংশ ঘরে গ্যাস চুল্লি পৌঁছে গেছে।
advertisement
3/7
এই প্রকল্পে যোগ্য মহিলাদের বিনামূল্যে গ্যাস সংযোগ এবং সিলিন্ডার দেওয়া হয়। বিশেষ করে দরিদ্র পরিবার, যাদের নিজের পক্ষে গ্যাস সংযোগ নেওয়া সম্ভব নয়, তারা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হন।
advertisement
4/7
আবেদন করতে প্রয়োজনীয় নথি কী কী লাগবে? জেনে নিন।  উজ্বলা যোজনার সুবিধা পেতে মহিলাদের কয়েকটি গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হয়। সেগুলি হল: আধার কার্ড,  রেশন কার্ড,  ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবৃতি, পাসপোর্ট সাইজের ছবি। এই নথি যাচাইয়ের পরই আবেদন গৃহীত হয়।
advertisement
5/7
কীভাবে আবেদন করবেন? যারা এই প্রকল্পের সুবিধা নিতে চান, তারা নিকটবর্তী গ্যাস এজেন্সি বা অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে, সরকারের পক্ষ থেকে যোগ্য মহিলার নামে গ্যাস সংযোগ এবং সিলিন্ডার দেওয়া হয়।
advertisement
6/7
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? একটি পরিবার থেকে শুধুমাত্র একজন মহিলাই এই সুবিধা পাবেন। যেসব মহিলাদের নামে আগে থেকে কোনও গ্যাস সংযোগ নেই, তারাই আবেদন করতে পারবেন। আবেদনকারীর বি.পি.এল. (BPL) কার্ড থাকা বাধ্যতামূলক।
advertisement
7/7
এভাবেই প্রধানমন্ত্রী উজ্বলা যোজনা গ্রামীণ ও দরিদ্র মহিলাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে। এখন আর ধোঁয়ার সমস্যায় ভুগতে হয় না, নিরাপদে ও স্বাস্থ্যসম্মতভাবে রান্না করা সম্ভব হচ্ছে।
বাংলা খবর/ছবি/দেশ/
PM Ujjwala Yojana: বিনামূল্যে গ্যাস সিলিন্ডার! কোন মহিলারা পাবেন জানেন? আবেদনে দরকার শুধু এই নথি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল