Monsoon Updates: প্রবল বৃষ্টিতে স্কুল ছুটির ঘোষণা ! আগামী ৫ দিনের জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি, কোথায় জেনে নিন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
বুধবার থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
1/9

দীর্ঘ অপেক্ষার পর বৃষ্টি নেমেছে। আর তাতেই আশায় বুক বাঁধছেন চাষিরা। ওদিকে জলস্ফীতির আশঙ্কায় আতঙ্কের প্রহর গুণছেন নদীপাড়ের বাসিন্দারা। গত দু’দিনে কর্নাটকের সমস্ত উপকূলে বৃষ্টি হচ্ছে। রাজধানী বেঙ্গালুরুতেও শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা।
advertisement
2/9
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই উদুপিতে স্বর্ণানদীতে জল বেড়েছে। হিরিয়াডকা বাঁধ ভরাট হয়ে গিয়েছে। উদুপি শহরের ১৫ টিএমসি জল ছাড়া হচ্ছে বলে খবর।
advertisement
3/9
গত দু’দিনের একটানা বর্ষণে নদীতে জল বাড়ায় আতঙ্কিত নদীর পাড়ের বাসিন্দারা। স্বর্ণা, সীতা ও শাম্ভবী নদীর জল বিপদসীমা ছুঁয়ে ফেলেছে। সতর্ক করা হয়েছে বাইন্দুর, কুন্দাপুর, কারকলা এলাকার বাসিন্দাদের।
advertisement
4/9
উত্তর কন্নড় জেলায় ভারী বৃষ্টির প্রেক্ষিতে আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে। উত্তর কন্নড় জেলার উপকূলবর্তী করওয়ারা, আনকোলা, ভাটকালা, হোন্নাভার, কুমতা এলাকার স্কুল, কলেজে ছুটি দেওয়া হয়েছে। নিষেধ করা হয়েছে সমুদ্রে মাছ ধরতে যেতে। পর্যটকদেরও সৈকতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
advertisement
5/9
বুধবার রাত পর্যন্ত হাসান জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই কমলা সতর্কতা হয়েছে সেখানেও। চিকমাগালুরু জেলার মালেনাডু অঞ্চলেও ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। ওই এলাকায় ইতিমধ্যেই কিছু গাছ উপড়ে গিয়েছে বলে খবর।
advertisement
6/9
কোডাগু জেলায় কিছু বৃষ্টির কারণে, কাবেরী অববাহিকায় জল প্রবাগ ২০০-৩০০ কিউসেক থেকে বেড়ে ১২৪৯ কিউসেকে দাঁড়িয়েছে। বৃষ্টি না হওয়ায় এর আগে কাবেরী অববাহিকার জলস্তর ৭৮ ফুটে নেমে গিয়েছিল।
advertisement
7/9
বুধবার থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য কর্নাটকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উপকূলের জন্য লাল সতর্কতা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য হলুদ সতর্কতা ঘোষণা করা হয়েছে।
advertisement
8/9
দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চিকমাগালুর, হাসান, কোডাগু এবং শিমোগা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বেঙ্গালুরু গ্রামীণ, চিত্রদুর্গ দাভাঙ্গের, মহীশূর এবং তুমকুর জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
9/9
উত্তর পশ্চিমাঞ্চলীয় বেলগাঁও, ধারওয়াদ, গদগ, হাভেরি এবং রাইচুর জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। এই সমস্ত অংশে বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও প্রবল বাতাসের পূর্বাভাস রয়েছে। এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।