TRENDING:

Father Daughter: এই মেয়ে দরদে কাঁদিয়েছিল গোটা দেশকে! বাবার জন্য এমনও করা যায়, জানলে মুগ্ধ হবেনই

Last Updated:
Father Daughter: বাবা-মেয়ের সম্পর্ক সব সময়ই একটু আবেগ মাখা হয়ে থাকে। রাখি দত্তের ক্ষেত্রেও এমনটাই ছিল। বাবার এমন কঠিন রোগ হয়েছে শুনে ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা ভেবে দেখেন তিনি।
advertisement
1/6
এই মেয়ের দরদে কেঁদেছিল গোটা দেশ! বাবার জন্য এমন কাজও করা যায়! জানলে মুগ্ধ হবেনই
বাবার বয়স ৬৫। কিছুদিন ধরেই পেটে ব্যথা হত, কিছু খেতে পারতেন না। হাসপাতালে ভর্তির পর পরীক্ষায় ধরা পড়ল তিনি লিভারের কঠিন রোগে আক্রান্ত। সুস্থ করে তুলতে হলে লিভার প্রতিস্থাপন করতে হবে। কিন্তু কে দান করবে লিভার? এগিয়ে এলেন একমাত্র মেয়ে রাখি দত্ত।
advertisement
2/6
বললেন, বাবার জন্য তিনি নিজের লিভারের অংশ বিশেষ দান করতে প্রস্তুত। অবশেষে সেই সাহসী মেয়ের কারণেই নতুন জীবন পেলেন বাবা। এ যেন এক রোমাঞ্চকর গল্প।
advertisement
3/6
বাবা-মেয়ের সম্পর্ক সব সময়ই একটু আবেগ মাখা হয়ে থাকে। রাখি দত্তের ক্ষেত্রেও এমনটাই ছিল। বাবার এমন কঠিন রোগ হয়েছে শুনে ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা ভেবে দেখেন তিনি। সিদ্ধান্ত নিতে দেরি করেননি। নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও বাবার জীবন বাঁচাতে নিজের লিভারের ৬৫ শতাংশ দান করতে এক কথায় রাজি হয়ে যান।
advertisement
4/6
এরপরই শুরু হয় জটিল এক অস্ত্রোপচারের আয়োজন। হায়দরাবাদের এশিয়ান ইন্সটিটিউট অব গ্যাস্ট্রোএন্ট্রোলজি হাসপাতালে ভর্তি করা হয় রাখি দত্তর বাবাকে। কলকাতা থেকে দু’জন লিভার ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ হাজির হন ওই হাসপাতালে। জটিল সেই অপারেশন তারপর শুরু হয় এবং যথাসময়ে নির্বিঘ্নেই তা শেষও হয়। সুস্থ হয়ে ওঠেন রাখির বাবা।
advertisement
5/6
পেটে অপারেশনের গভীর চিহ্নসহ বাবা-মায়ের ছবি এখন সোশ্যাল সাইটে ভাইরাল। ১৯ বছরের রাখী দত্তের কোনও প্রশংসাই এ জন্য যথেষ্ট নয়।
advertisement
6/6
পেট অপারেশনের গভীর চিহ্নসহ বাবা-মেয়ের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বাবার জন্য ১৯ বছর বয়সী তরুণীর দুর্দান্ত সাহস আর ভালোবাসার প্রশংসা করছেন সবাই। কেউ কেউ জানাচ্ছেন, এর থেকেই বোঝা যায় কন্যা সন্তান ফেলনা নয়।
বাংলা খবর/ছবি/দেশ/
Father Daughter: এই মেয়ে দরদে কাঁদিয়েছিল গোটা দেশকে! বাবার জন্য এমনও করা যায়, জানলে মুগ্ধ হবেনই
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল