TRENDING:

Farmer Crying: মাঠে ভরে রয়েছে ফসল, প্রশাসনের বাবুদের হাতে পায়ে ধরে কৃষকের বউ বললেন, ‘১০ টা দিন সময় দিন’, তারপর যা হল ভাবনার বাইরে

Last Updated:
Farmer Crying Viral Video: রক্ত জল করে মাঠে ফলানো ফসল, কিন্তু প্রশসানের বাবুরা যা করলেন অত্যাচারী ইংরেজ শাসকরাও কী করতেন পরাধীন ভারতীয়দের সঙ্গে - উঠছে প্রশ্ন৷
advertisement
1/5
প্রশাসনের বাবুদের হাতে পায়ে ধরে কৃষকের বউ বললেন, ‘১০ টা দিন সময় দিন’, তারপর যা হল ...
: হাতে পায়ে ধরছেন, কিন্তু কিছুতেই কিছু এসে যাচ্ছে না৷ মধ্যপ্রদেশের বিদিশায় এক কৃষকের ৩০ বিঘা ফসলে ট্রাক্টর চালিয়ে নষ্ট করে দিল খোদ প্রশাসন। দীর্ঘ পরিশ্রম ও সমস্ত আর্থিক এভাবে এক নিমেষে শেষ হয়ে যেতে দেখে সেখানেই জ্ঞান হারান কৃষক। স্বামীর পাশে বসে থাকা স্ত্রী কৃষকের ট্রাক্টর বন্ধের জন্য প্রশাসনের কাছে অনুনয়-বিনয় করলেও কর্মকর্তারা সে কথায় কর্ণপাত করেননি। কৃষকের জ্ঞান ফিরতে দেখেন ট্রাক্টর তাঁর সব কিছু পরিশ্রমের ওপর জল ঢেলে দিয়েছে৷
advertisement
2/5
রক্ত-ঘাম ঝরানোর পর ৩০ বিঘা জমির ফসলের ওপর ট্রাক্টর চলতে দেখে কৃষক সংজ্ঞাহীণ হয়ে পড়েন৷  ৩০ বিঘা ফসলে ট্রাক্টর চালানোর ভিডিও ভাইরাল৷ মধ্যপ্রদেশের  প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ এবং বিরোধী দলনেতা উমং সিংগার সোশ্যাল সাইট এক্স-এ ভিডিও পোস্ট করে সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এদিকে কেন হঠাৎ ৩০ বিঘা জমির ফসল এভাবে নষ্ট করা হল এই প্রশ্নের উত্তরে  প্রশাসন জানিয়েছে, সরকারি জমি দখলমুক্ত করতে ফসল নষ্ট করা হয়েছে। প্রশাসন বলছে, এটি দখলকৃত জমি। দুই বছর আগে ইজারা বাতিল করা হলেও কৃষকের দাবি, এই জমির জরিমানা তিনি অক্টোবরে জমা দিয়েছিলেন। তার রশিদও আছে। তা সত্ত্বেও প্রশাসন ফসলের ওপর ট্রাক্টর চালায়। Photo- Representative
advertisement
3/5
বীরপুর গ্রামের ভুক্তভোগী কৃষক মূলচাঁদ বলেন, 'আমার কষ্টার্জিত ফসলের ওপর ট্রাক্টর চলতে দেখে আমি সহ্য করতে না পেরে প্রথমে আক্রমণ করি তারপর কষ্টে অজ্ঞান হয়ে যাই। যখন আমি জ্ঞান ফিরে পাই, তখন আমার ফসল নষ্ট হয়ে গিয়েছিল।" কৃষকের ৩০ বিঘা ফসলে ট্রাক্টর চলে যাওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি রাজনৈতিকভাবেও গুরুত্ব পেয়েছে। Photo- Representative
advertisement
4/5
সরকারকে নিশানা করলেন বিরোধীদলীয় নেতাএক্স-এ পোস্ট করে উমং সিংগার লিখেছেন, 'বউ কাঁদতে থাকে, কৃষক অজ্ঞান হয়ে যায়, কিন্তু সরকারের মন খারাপ হয়নি!’ সিরঞ্জে মূলচাঁদ নামে এক কৃষকের ফসলে প্রশাসন ট্রাক্টর চালালে ধাক্কা লেগে অজ্ঞান হয়ে যায়। কৃষকের স্ত্রী অনুনয়-বিনয় করতে থাকেন, “আট-দশ দিন দিন, আমরা ফসল কাটব,” কিন্তু নির্মম প্রশাসন শোনেনি সিএম মোহন যাদব, যিনি প্রতিটি বক্তৃতায় নিজেকে কৃষকের শুভাকাঙ্ক্ষী বলে থাকেন, এটাই কি কৃষকদের প্রতি আপনার ন্যায়বিচার? বিজেপি সরকার কি এভাবেই গরিব কৃষকদের পদদলিত করতে থাকবে?' Photo- Representative
advertisement
5/5
প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ পুরনো টুইটার বা এখনকার এক্স হ্যান্ডেলে সরকারকে আক্রমণ করে লিখেছেন যে কৃষকদের উপর যে অত্যাচার ব্রিটিশ শাসনকালে হয়নি, তা বিজেপি শাসনে হচ্ছে। এমপির সিরোঞ্জে মূলচাঁদ নামে এক কৃষকের দাঁড়িয়ে থাকা ফসলের ওপর প্রশাসন ট্রাক্টর চালায়, কৃষক অজ্ঞান, তার স্ত্রী কাঁদতে থাকে কিন্তু প্রশাসনের কোনও করুণা নেই নিষ্ঠুর ও নিষ্ঠুর হয়ে উঠছে মধ্যপ্রদেশের সরকার। এখানে, সিরঞ্জ তহসিলদার বিকাশ আগরওয়াল বলেছেন  ‘এটি সরকারি জমি ছিল এবং এটি দখলমুক্ত করা প্রয়োজন ছিল। আমরা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।’ Photo- Representative
বাংলা খবর/ছবি/দেশ/
Farmer Crying: মাঠে ভরে রয়েছে ফসল, প্রশাসনের বাবুদের হাতে পায়ে ধরে কৃষকের বউ বললেন, ‘১০ টা দিন সময় দিন’, তারপর যা হল ভাবনার বাইরে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল