TRENDING:

Sikkim Landslide: নাগাড়ে বৃষ্টি, গ্যাংটকের একাধিক রাস্তায় ধস! পর্যটকরা সিকিম যেতে পারবে? প্ল্যান থাকলে জানুন

Last Updated:
Sikkim Landslide: গ্রীষ্মকালীন ছুটিতে বহু পর্যটক এখন গ্যাংটকের উদ্দেশে রওনা দিচ্ছেন। কিন্তু রাস্তার এমন পরিস্থিতি পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। অনেকেই মাঝপথে ফিরে যেতে বাধ্য হচ্ছেন অথবা বিকল্প রুট খুঁজতে হচ্ছে।
advertisement
1/5
নাগাড়ে বৃষ্টি, গ্যাংটকের একাধিক রাস্তায় ধস! পর্যটকরা সিকিম যেতে পারবে? প্ল্যান থাকলে জানুন
*গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিতে আবারও ধস নেমেছে উত্তরবঙ্গ ও সিকিমের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে। এই বৃষ্টির প্রভাবে শিলিগুড়ি থেকে গ্যাংটকের সংযোগকারী একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় দেখা দিয়েছে ধস, যার ফলে চরম সমস্যায় পড়েছেন পর্যটক থেকে শুরু করে স্থানীয় মানুষ।
advertisement
2/5
*গত রাতে প্রবল বৃষ্টিপাত এবং ভূমিধসের জেরে পিধাং থেকে সাংকলাং পর্যন্ত রাস্তা। সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে প্রশাসনকে। পর্যটন মরশুমে এমন পরিস্থিতি যে বড়সড় প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য।
advertisement
3/5
*আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গ্যাংটকে ৭৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই পরিমাণ বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় ধস নেমেছে। আজ গ্যাংটকের সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
advertisement
4/5
*প্রতি বছর বর্ষা এলেই ধস ও রাস্তার বেহাল অবস্থা সামনে আসে। সিকিমের মত জনপ্রিয় পাহাড়ি পর্যটনকেন্দ্রে এই সমস্যা শুধু সাধারণ মানুষের নয়, রাজ্যের অর্থনীতির উপরেও প্রভাব ফেলতে পারে। বর্ষা শুরুর আগেই রাস্তাঘাট মেরামতির যথাযথ পদক্ষেপ না থাকলে ভবিষ্যতে আরও বড় বিপদ হতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা।
advertisement
5/5
*গ্রীষ্মকালীন ছুটিতে বহু পর্যটক এখন গ্যাংটকের উদ্দেশে রওনা দিচ্ছেন। কিন্তু রাস্তার এমন পরিস্থিতি পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। অনেকেই মাঝপথে ফিরে যেতে বাধ্য হচ্ছেন অথবা বিকল্প রুট খুঁজতে হচ্ছে।
বাংলা খবর/ছবি/দেশ/
Sikkim Landslide: নাগাড়ে বৃষ্টি, গ্যাংটকের একাধিক রাস্তায় ধস! পর্যটকরা সিকিম যেতে পারবে? প্ল্যান থাকলে জানুন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল