advertisement
1/9

সংসদে ফের গেরুয়া রঙ ৷ দিল্লির মসনদ দখলে রাখল এনডিএ ৷ ৫৪২ আসনের মধ্যে ৩৩৬টি আসন নিয়ে ফের সরকার গড়তে চলেছে এনডিএ ৷ নির্বাচনী ফল প্রকাশের আগেই #News18IPSOSExitPoll অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে কে আসতে চলেছে ক্ষমতায় ৷ দেশের মানচিত্রে এখন শুধু পদ্মফুল ৷ অব্যাহত রইল মোদি-শাহের বিজয় রথ ৷
advertisement
2/9
লক্ষ্য ছিল ২৭২ কিন্তু #News18IPSOSExitPoll-এর বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে তিনশোর বেশি আসন নিয়ে সরকার গড়তে চলেছে এনডিএ জোট ৷ ৫৪২ টি আসনের মধ্যে গোটা দেশ জুড়ে ২৭৬টি আসন নিজেদের দখলে রাখল বিজেপি ৷ এনডিএ-এর অন্যান্য শরিকদের ঝুলিতে ৬০টি আসন ৷
advertisement
3/9
লোকসভা ভোট প্রথম পর্ব, বিজয়রথ শুরু BJP-NDA। দেশের মোট ৫৪২টি লোকসভা আসনের মধ্যে প্রথম দফায় ভোট গ্রহণ হয়েছিল ৯১টি আসনে৷ ১১ এপ্রিল হয় প্রথম দফার ভোটগ্রহণ৷
advertisement
4/9
দ্বিতীয় দফার ভোটে ৯৫টি আসনে বিজেপি একাই ২৭-২৯টি, তৃণমূল কোনও আসন পাচ্ছে না। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়েছিল ৯৫ টি আসনে ৷ News18IPSOES- এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপি ও এনডিএ জোট পেতে পারে ৫০-৫৪টি আসন। যার মধ্যে বিজেপি একাই পেতে পারে ২৭-২৯ টি আসন, NDA-র অন্যান্য সঙ্গীরা পেতে পারে ২৩-২৫টি আসন।
advertisement
5/9
তৃতীয় পর্বের পরেও দুর্দান্ত ফল, ১১৬ আসনের ৭৫টি পেতে চলেছে NDA। News18IPSOES-র বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপি ও এনডিএ পেতে পারে ৭১-৭৫টি আসন৷ এর মধ্যে বিজেপি পেতে পারে ৬৩-৬৫টি আসন৷
advertisement
6/9
চতুর্থ দফাতেও জয়জয়কার এনডিএ-র, দাগ কাটতে ব্য়র্থ এসপি-বিএসপি
advertisement
7/9
প্রথম ৫ দফায় ২৪৮ আসনে জয়লাভ করে এগিয়ে বিজেপি, ধারে কাছে নেই UPA
advertisement
8/9
ষষ্ঠ দফায় ৫৯ আসনের বিজেপি একাই পেতে চলেছে ৪৩
advertisement
9/9
৩৩৬টি আসন নিয়ে সরকার গড়তে চলেছে NDA, ধরাশায়ী অন্যরা