El Nino Effect: ১২২ বছরে এমন কখনও হয়নি, এল নিনোর তাণ্ডব ভারতে কেন? আশঙ্কা দেশজুড়ে
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
El Nino Effect: আর তাতেই একেবারে বদলে গিয়েছে পুরো আবহাওয়ার পরিস্থিতি৷ ক্রমশ কঠিন হচ্ছে কৃষিকাজও৷
advertisement
1/5

ভারত ভয়ানক ভাবে প্রভাবিত এল নিনোর দ্বারা৷ হ্যাঁ, এই বছর বিপুল মাত্রা এল নিনো প্রভাব ফেলে ভারতের জলবায়ুর উপর৷ আর তাতেই একেবারে বদলে গিয়েছে পুরো আবহাওয়ার পরিস্থিতি৷ ক্রমশ কঠিন হচ্ছে কৃষিকাজও৷
advertisement
2/5
আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হচ্ছে, এমন এল নিনোর প্রভাব এর আগে কখনও দেখা যায়নি৷ ১৯০১ সালে প্রথম এমন দেখা গিয়েছিল, ১২২ বছর পর ২০২৩ সালে যে পরিস্থিতি আবারও দেখা গেল৷ কিন্তু এর ফলে কী হতে পারে, তা নিয়েই রয়েছে চিন্তা৷
advertisement
3/5
আবহাওয়া দফতরের হিসাব বলছে, এখনও পর্যন্ত অগাস্ট মাসে ৩৩ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে দেশজুড়ে, আর তাতেই তৈরি হয়েছে খরার আশঙ্কা৷ দেশে অগাস্ট মাস জুড়ে মোট বৃষ্টিপাতের সংখ্যা ১৬০.৩ মিমি, যা স্বাভাবিকের থেকে অনেক কম৷ এর স্বাভাবিক পরিমাণ ২৪১ মিমি৷
advertisement
4/5
এর আগে সবচেয়ে কম বৃষ্টির পরিমাণ ছিল ২০০৫ সালে, গড়ের থেকে যা ছিল ২৫ শতাংশ কম৷ বর্তমান মৌসুমী সময়বৃত্তে আশা করা হচ্ছে বৃষ্টির পরিমাণ ১৭০-১৭৫ মিমি পেরিয়ে যাবে৷ তালেও ৩০ শতাংশ পর্যন্ত বৃষ্টির ঘাটতির আশঙ্কা থাকবে৷
advertisement
5/5
এদিকে কেবল অগাস্ট মাসে নয়, সারা বছর ধরে মোট বৃষ্টিপাতের পরিমাণেও রয়েছে ঘটাতি৷ সেখানে ৯ শতাংশ ঘাটতি রয়েছে বৃষ্টির৷ একটি বছরকে খরাপ্রবণ ঘোষণা করা হয় ঘাটতি ১০ শতাংশে পৌঁছলে, এ বছরের ঘাটতির পরিমাণ সেই দিকে প্রায় পৌঁছে গিয়েছে৷