বাংলার গর্ব, আইপিএলের সেরা মাঠ ইডেন, পাত্তা পেল না ৮০০ কোটির নরেন্দ্র মোদি স্টেডিয়াম!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Eden gardens: কেকেআর ক্য়াপ্টেনের পছন্দ ছিল না। সেই ইডেন এবারের আইপিএলের সেরা মাঠ।
advertisement
1/6

৮০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম। কিন্তু সেখানে ২০ মিনিট বৃষ্টিতে জমা জল শুকোতে লেগে গেল প্রায় আড়াই ঘণ্টা। ইডেনের কাছে তাই ধোপে টিকল না আহমেদাবাদের স্টেডিয়াম।
advertisement
2/6
৭০ টি লিগ ম্যাচ, প্লেঅফের ৪ টি ম্যাচের শেষ হওয়ার পর এবারের আইপিএলের সেরা পিচ এবং মাঠ বেছে নেওয়া হয়েছে। এবার আইপিএল খেলা হয়েছে ১২ টি স্টেডিয়ামে। তার মধ্য়ে ২ টি স্টেডিয়াম সেরা পিচ এবং মাঠের সম্মান পেল। কলকাতার ইডেন ও মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।
advertisement
3/6
আইপিএলের সেরা স্টেডিয়াম দুটিকে ৫০ লক্ষ টাকা করে পুরষ্কার দেওয়া হবে।
advertisement
4/6
ইডেনের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন কেকেআর অধিনায়ক নীতিশ রানা। সেই ইডেন দেখিয়ে দিল, দেশের অনেক স্টেডিয়ামের থেকে কলকাতার মাঠ এগিয়ে।
advertisement
5/6
টি-টোয়েন্টি ক্রিকেটের আদর্শ পিচ ও মাঠ ইডেন। এমনটাই জানিয়েছিল বিশেষজ্ঞ প্যানেল। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী ইডেনকে সেরা বলে ঘোষণা করা হয়।
advertisement
6/6
এবার আইপিএলে ইডেনে ৭ টি ম্যাচের মধ্যে মাত্র ২ টিতে জিতেছে কেকেআর। অন্যদিকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৭ টি ম্যাচের মধ্যে ৫ টিতে জিতেছে রোহিত শর্মার দল।