TRENDING:

Rail: গরমের ছুটিতে পাহাড়ের প্ল্যান? টিকিট নিয়ে চিন্তা ছাড়ুন, পর্যটকদের জন্য শিয়ালদহ-হাওড়া ছাড়ছে সামার স্পেশ্যাল, রইল তালিকা

Last Updated:
Rail: পূর্ব রেলের পক্ষ থেকে একাধিক রুটে স্পেশ্যাল ট্রেন চালানো হচ্ছে, প্রতিটি ট্রেনেই টিকিটের চাহিদা রয়েছে।
advertisement
1/8
গরমের ছুটিতে পাহাড় প্ল্যান?টিকিট নিয়ে চিন্তা নেই,পর্যটকদের জন্য সামার স্পেশ্যাল
*প্রচন্ড গরম! শিঘ্রই শুরু হচ্ছে গরমের ছুটি। আর এই গরমে পর্যটকদের ঠিকানা দার্জিলিং পাহাড়। প্রায় প্রতিটি ট্রেনেই টিকিটের চাহিদা বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত যাত্রীদের ভিড় সামাল দিতে ইতিমধ্যে রেলের পক্ষ থেকে স্পেশ্যাল ট্রেন চালু করা হয়েছে উত্তরবঙ্গের জন্য।‌ প্রতিবেদনঃ হরষিত সিংহ। ফাইল ছবি। 
advertisement
2/8
*স্পেশ্যাল ট্রেনেও ব্যাপক হারে টিকিট বিক্রি হচ্ছে। আর এখনও আপনি টিকিট কাটেননি ? যদি এখনও না কেটে থাকেন, তাহলে তাড়াতাড়ি করুন। কারণ, পূর্ব রেলে সামার স্পেশ্যাল ট্রেনগুলির চলাচল শুরু হয়ে গিয়েছে। ফাইল ছবি। 
advertisement
3/8
*নিয়মিত চলা টাইম টেবিল ট্রেনগুলিতে ইতিমধ্যেই দীর্ঘ ওয়েটিং লিস্ট। এই পরিস্থিতিতে রেল এগিয়ে এসেছে স্পেশ্যাল ট্রেনের ঝুলি নিয়ে। গ্রীষ্মকালীন যাত্রার জন্য টিকিটের অতিরিক্ত চাহিদার সামাল দিচ্ছে এই স্পেশ্যাল ট্রেনগুলি। ফাইল ছবি। 
advertisement
4/8
*পূর্ব রেল ইতিমধ্যেই যে সমস্ত স্পেশ্যাল ট্রেনগুলি চালাচ্ছে সেগুলি হাওড়া-নিউ জলপাইগুড়ি (১১ জোড়া), হাওড়া-রক্সৌল (১০ জোড়া), শিয়ালদহ-জাগি রোড (১২ জোড়া), কলকাতা-জয়নগর (১০ জোড়া), মালদহ টাউন-নিউ দিল্লি (১৫ জোড়া), মালদহ টাউন-আনন্দ বিহার (১১ জোড়া), ভাগলপুর-নিউ দিল্লি (১৪ জোড়া)। ফাইল ছবি। 
advertisement
5/8
*আসানসোল-আনন্দ বিহার (১১ জোড়া), শিয়ালদহ-লখনউ (১১ জোড়া), আসানসোল-জয়পুর (১১ জোড়া), ভাগলপুর-উধনা (১ জোড়া) ইত্যাদি।একাধিক স্পেশ্যাল ট্রেনে ১০০% রিজার্ভেশন সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে। ফাইল ছবি। 
advertisement
6/8
*উত্তরবঙ্গের ট্রেন গুলিতে সবচেয়ে বেশি টিকিটের চাহিদা, এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে। প্রচন্ড গরমে যাত্রীদের রেল যাত্রায় স্বচ্ছন্দ দিতে রেলের পক্ষ থেকে সমস্ত রকম সুব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে স্পেশ্যাল ট্রেনগুলিতে জলের ব্যবস্থা করা হয়েছে। যাতে করে কোনওরকম সমস্যায় পড়তে না হয় যাত্রীদের। স্পেশ্যাল ট্রেনগুলিতে থাকছে পানীয় জলের সুব্যবস্থা। ফাইল ছবি। 
advertisement
7/8
*পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, গ্রীষ্মকালীন স্পেশ্যাল ট্রেনগুলির হাউসকিপিংয়ের উপর জোর দিয়েছে পূর্ব রেল। ফাইল ছবি। 
advertisement
8/8
*প্রত্যেক স্টেশনেই ক্রাউড ম্যানেজমেন্টের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে সবাই ভাল করে ট্রেনে চড়তে পারেন। নিরাপদ ও আরামদায়ক রেল পরিষেবা দিতে পূর্ব রেল সর্বদাই সচেষ্ট। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দেশ/
Rail: গরমের ছুটিতে পাহাড়ের প্ল্যান? টিকিট নিয়ে চিন্তা ছাড়ুন, পর্যটকদের জন্য শিয়ালদহ-হাওড়া ছাড়ছে সামার স্পেশ্যাল, রইল তালিকা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল