Ram Mandir: ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন ‘এই’ সব রাজ্যে বিক্রি হবে না একফোঁটা মদ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Dry Day- একাধিক রাজ্যে শুধু মদ বিক্রি নয়, যেখানে সেখানে মদ খাওয়াও যাবে না
advertisement
1/7

একটু একটু করে এগিয়ে আসছে সেই পবিত্র দিন৷ সপ্তাহান্ত পেরোলেই সোমবার আর সেইদিনই হবে অযোধ্যার রাম মন্দিরে মূল উৎসব৷ ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব। অযোধ্যায় তাই এখন সাজোসাজো রব, প্রস্তুতি চলছে পুরোদমে। প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা দেশ রামভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ছে। হিন্দু ধর্মের উদযাপনের এই বিশেষ উৎসব সমারোহ উপলক্ষ্যে ২২ জানুয়ারি একাধিক রাজ্যে মদের দোকান খোলার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে। আসুন দেখে নেওয়া যাক কোন রাজ্যে মদের দোকান ও মদ বিক্রি বন্ধ থাকবে৷
advertisement
2/7
উত্তর প্রদেশউত্তরপ্রদেশের অযোধ্যাতেই হবে রাম মন্দিরের বিশেষ অনুষ্ঠান৷ তাই শুধু অযোধ্যাতেই নয় গোটা রাজ্যেই মদের দোকান বন্ধ থাকবে এদিন৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশ জারি করেছেন। যোগী বলেছিলেন সোমবার মদের দোকান বন্ধ থাকবে।
advertisement
3/7
নয়ডা ও গ্রেটার নয়ডাতেও বন্ধ রাখা হবে মদের দোকান৷ রাম লালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পবিত্র উদযাপন উপলক্ষ্যে এই এলাকাগুলিতেও সর্বোতভাবে মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে যোগী সরকার৷
advertisement
4/7
রাজস্থানরাজস্থানে মদের দোকান বন্ধের নির্ধারিত সময় রাত আটটা৷ আর ২২ জানুয়ারি মদের দোকান গোটা রাজ্যেই বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তাদের রাজ্য সরকার৷ ফলে ২১ জানুয়ারি রাত ৮ টা থেকে মদের দোকান বন্ধ হবে এবং তা খুলবে ২৩ জানুয়ারি৷
advertisement
5/7
মধ্য প্রদেশমধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, তাঁর রাজ্যে বলা হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান একটি উৎসবের মতো সারা দেশে পালন করা হবে। মধ্যপ্রদেশে এ দিন মদের ও অন্যান্য নেশার সামগ্রীর দোকানও বন্ধ থাকবে।
advertisement
6/7
উত্তরাখণ্ডএই রাজ্যেও ২২ জানুয়ারি পুরোপুরিভাবে মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ এক সপ্তাহ আগেই আবগারি দফতরের কমিশনার এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন৷
advertisement
7/7
হরিয়ানাএমনকি হরিয়ানায়, রামলালার পুজোর দিন মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, এই দিনে রাজ্যের যে কোনও জায়গায় মদ খাওয়াও যাবে না৷