এই গরমে ফোনে কভার পরিয়ে রাখা উচিৎ? উত্তর শুনলে অভ্যেস বদলে যাবে
- Published by:Suman Majumder
Last Updated:
Phone cover: গরমে ফোনে কভার পরিয়ে রাখেন? ঠিক কাজ করেন কি? জেনে নিন।
advertisement
1/8

এই গরমে অনেকেই স্মার্টফোনে কভার পরিয়ে রাখেন। ফোন হাত থেকে পড়ে গেলে যাতে খারাপ না হয় তাই অনেকে দামি কভার পরান।
advertisement
2/8
অনেকেই নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এই গরমে ফোন প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। এই গরমে আপনার হাতের ফোনটিরও যত্ন নেওয়া উচিৎ।
advertisement
3/8
এই গরমে ফোনের ব্যাটারির ক্ষতি হতে পারে। অনেক সময় প্রচণ্ড গরমে ফোন বিস্ফোরণের খবরও পাওয়া যাচ্ছে।
advertisement
4/8
অনেকেই এই গরমেও ফোনে কভার পরিয়ে রাখেন। আসুন জেনে নিই, তাঁরা ঠিক করেন নাকি ভুল!
advertisement
5/8
প্রচণ্ড গরমে ফোনের কভার খুলে রাখতে পারলে ভাল। না হলে অন্তত চার্জিং-এর সময় ফোনের কভার খুলে রাখা উচিৎ।
advertisement
6/8
ফোনে কখনওই খুব ভারি কভার পরানো উচিৎ নয়। এতে ফোন গরম হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়।
advertisement
7/8
ফোনের স্ক্রিন ব্রাইটনেস কিছুটা কমিয়ে রাখতে পারেন। এতে ফোন গরম হওয়ার সম্ভাবনা কমবে।
advertisement
8/8
ফোন হঠাৎ করে খুব গরম হয়ে গেলে সঙ্গে সঙ্গে এয়ারপ্লেন মোড অন করতে পারেন। এতে ফোন ঠাণ্ডা হওয়ার সুযোগ পাবে।