TRENDING:

Waiting Tickets Indian Railways: কনফার্মড টিকিট পাচ্ছেন না? কোন ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা কেমন?

Last Updated:
Waiting Tickets Rule for get confirmed : ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে আবার দেখা যায় কোনও টিকিট অনেক পিছনে থাকলেও কনফার্মড হয় না, কোনও টিকিট খুব সামনে থাকলেও কনফার্মড হয় না।
advertisement
1/5
কনফার্মড টিকিট পাচ্ছেন না? কোন ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা কেমন?
অনেক সময়ই দূরপাল্লা ট্রেনে যাতায়াত করার সময় কনফার্মড টিকিট পাওয়া যায় না। ওয়েটিং লিস্টের টিকিট নিতে হয়। ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে আবার দেখা যায় কোনও টিকিট অনেক পিছনে থাকলেও কনফার্মড হয় না, কোনও টিকিট খুব সামনে থাকলেও কনফার্মড হয় না। জেনে নেওয়া প্রয়োজন কোন ধরনের ওয়েটিং লিস্টের টিকিটের কনফার্মড হওয়ার সম্ভাবনা কেমন?
advertisement
2/5
বিভিন্ন ধরনের টিকিটের মধ্যে রয়েছে GNWL, RLWL, PQWL, TQWL, এবং RAC। এর মধ্যে RAC ওয়েটিং লিস্ট নয়, এতে সাইড লোয়ারের অর্ধেক আসনে বসার সুযোগ থাকে যাত্রীদের। শুধু তাই নয়, পূর্ণ আসন পাওয়ার সম্ভাবনা এদেরই সবচেয়ে বেশি।
advertisement
3/5
এর পরে সবচেয়ে বেশি কনফার্মড হওয়ার সম্ভাবনা থাকে GNWL বা জেনারেল ওয়েটিং লিস্টের। যেখান থেকে ট্রেন যাত্রা শুরু করে সেখানে GNWL দেওয়া হয়‍। মাঝামাঝি স্টেশনগুলিতে দেওয়া হয় PQWL। এই ধরনের টিকিট কনফার্ম হওয়া বেশ কঠিন।
advertisement
4/5
তৎকালে যারা টিকিট কাটেন সেই টিকিট কনফার্ম না হলে TQWL হয়। তৎকালে যে টিকিট বরাদ্দ থাকে, সেই তৎকাল টিকিট কেউ ক্যানসেল করলে তবেই TQWL টিকিট কনফার্ম হয়।
advertisement
5/5
গুরুত্বপূর্ণ শহর বা স্টেশনগুলির ক্ষেত্রে বরাদ্দ হয় RLWL টিকিট। তবে PQWL-এর মতোই এই ধরনের টিকিট কনফার্মড হওয়া বেশ কঠিন।
বাংলা খবর/ছবি/দেশ/
Waiting Tickets Indian Railways: কনফার্মড টিকিট পাচ্ছেন না? কোন ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা কেমন?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল