লকডাউনে নেই রোজগার, ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক হিরে কারিগরের !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
প্রবল আর্থিক সঙ্কটের মধ্যে দিন কাটছে ৷ সংসার চালানোর সামর্থ্য নেই এমন বহু মানুষের ৷
advertisement
1/4

করোনার জেরে সব ব্যবসারই অবস্থা অত্যন্ত খারাপ ৷ লাভের মুখ দেখছেন না অধিকাংশ ব্যবসায়ীরাই ৷ দীর্ঘ লকডাউনের পর আনলকেও অবস্থার বিশেষ বদল ঘটেনি ৷ কী ভাবে সংসার চলবে, তা নিয়ে চিন্তায় বহ মানুষ ৷ Photo Courtesy: Kirtesh Patel
advertisement
2/4
গুজরাতের সুরাত হিরে ব্যবসার জন্য অত্যন্ত জনপ্রিয় ৷ করোনার ব্যাপক প্রভাব পড়েছে হিরে ব্যবসাতেও ৷ দীর্ঘ দিন কাজ হারা বহু হিরে কারিগররাও ৷ সংসার চালানোর মতো উপায় নেই অনেকেরই ৷ এমনই এক শ্রমিক শনিবার শহরের এক ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন !
advertisement
3/4
সুরাতের সারথনা এবং মোটা বারাচা এলাকাকে যুক্ত করে একটি ব্রিজের উপর থেকেই রেলিং টপকে নীচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি ৷
advertisement
4/4
সঙ্গে সঙ্গেই স্থানীয়রা এসে ধরে ফেলেন ওই ব্যক্তিকে ৷ জানা গিয়েছে, অত্যন্ত আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে গত তিন-চার মাস কেটেছে তাঁর ৷ পরিবার চালানোর মতো ক্ষমতা নেই ৷ তাই ব্রিজ থেকে লাফিয়ে আত্মহত্যা করবেন বলেই এদিন স্থির করেছিলেন ৷ শেষপর্যন্ত অবশ্য তাঁকে ধরে ফেলেন স্থানীয়রাই ৷