Mumbai Delhi Expressway: ভারতের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে! চব্বিশের নির্বাচনের আগে চোখ ধাঁধানো 'উপহার' নরেন্দ্র মোদির
- Published by:Satabdi Adhikary
Last Updated:
এই সড়ক পথের দু'ধারে একাধিক অত্যাধুনিক পরিষেবর ব্যবস্থা থাকছে। থাকছে 'ওয়াটার হার্ভেস্টিং'-এর জন্য থাকছে 'ওয়াটার রিচার্জ পয়েন্ট'। ইন্টারনেটে সুবিধার জন্য থাকছে 'অপটিকাল ফাইবার কেবিল', জলরবরাহের জন্য পাইপলাইন এবং সৌরশক্তি চালিত বাতি
advertisement
1/10

ভারতের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে। ১,৪০০ কিলোমিটার দীর্ঘ দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রজেক্ট। এই দীর্ঘ পথ নির্মাণে খরচ হতে চলেছে প্রায় ৫ হাজার ৯৪০ কোটি টাকা।
advertisement
2/10
রবিবার সেই বড় প্রকল্পেরই প্রথম ২৪৭ কিলোমিটার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
advertisement
3/10
রাজস্থানের দৌসায় দিল্লি-দৌসা-লালসট অংশের উদ্বোধন হল রবিবার। রাজস্থানের দৌসার ধানাওয়াড় গ্রাম থেকে সড়কপথের এই অংশের উদ্বোধন করলেন মোদি।
advertisement
4/10
এই নতুন সড়কপথের ফলে রাজস্থানের জয়পুর থেকে দেশের রাজধানী দিল্লি পৌঁছতে সময় লাগবে মাত্র সাড়ে ৩ ঘণ্টা।
advertisement
5/10
এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি উপস্থিত কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ি এবং জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
advertisement
6/10
চব্বিশেই রাজস্থানে বিধানসভা নির্বাচন। তার আগে পূর্ব রাজস্থানের গুজ্জ-মিনা সম্প্রদায় অধ্যুষিত এই অংশে ঝাঁ চকচকে জাতীয় সড়কের উদ্বোধন, মোদির নির্বাচনী 'চাল' বলেই মনে করছেন বিরোধীরা।
advertisement
7/10
রাজস্থানের ক্ষমতা দখল করতে হলে গুজ্জর-মিনা সম্প্রদায়ের ভোট অন্যতম হাতিয়ার বিজেপির। গত নির্বাচনে, এই দুই সম্প্রদায়ের ভোটই কিছুটা হলেও কংগ্রেসের দিকে ঝুঁকেছিল।
advertisement
8/10
এদিন দৌসার জনসভা থেকে মোদির আহ্বান, "রাজস্থানকে বাঁচাতে বিজেপি-কে ফের ক্ষমতায় ফিরিয়ে আনা দরকার। রাজস্থানে যদি ডাবল ইঞ্জিন সরকার থাকত, তাহলে রাজস্থানে আরও উন্নয়ন হতো। কংগ্রেস না নিজে কাজ করে, না কাউকে কাজ করতে দেয়।"
advertisement
9/10
এদিন রাজস্থানের দৌসারে ন্য়াশনাল হাইওয়ে প্রকল্পের উপরে করা একটি প্রদর্শনীও ঘুরে দেখেন মোদি।
advertisement
10/10
এই সড়ক পথের দু'ধারে একাধিক অত্যাধুনিক পরিষেবর ব্যবস্থা থাকছে। থাকছে 'ওয়াটার হার্ভেস্টিং'-এর জন্য থাকছে 'ওয়াটার রিচার্জ পয়েন্ট'। ইন্টারনেটে সুবিধার জন্য থাকছে 'অপটিকাল ফাইবার কেবিল', জলরবরাহের জন্য পাইপলাইন এবং সৌরশক্তি চালিত বাতি