TRENDING:

Man orders contraceptives from office: রিসেপশনে ছিলেন মহিলা সহকর্মী, অফিসে বসে কন্ডোম অর্ডার করে মহা ফাঁপড়ে ব্যক্তি! কী ঘটল?

Last Updated:
ডেলিভারি বয় ফোন করলে ওই ব্যক্তি তাঁকে প্যাকেটটি অফিসের রিসেপশনে রেখে যেতে বলেন৷
advertisement
1/7
রিসেপশনে ছিলেন মহিলা সহকর্মী, অফিসে বসে কন্ডোম অর্ডার করে মহা ফাঁপড়ে ব্যক্তি!
অফিসে বসে অনলাইনে কন্ডোম অর্ডার করে রীতিমতো অস্বস্তিতে পড়লেন এক ব্যক্তি৷ ঘটনাটি ঘটেছে দিল্লিতে৷ নিজেই সোশ্যাল মিডিয়ায় ঘটনার কথা জানিয়েছেন ওই ব্যক্তি৷
advertisement
2/7
দিল্লির বাসিন্দা মনন সিং অফিসে বসেই কন্ডোম অর্ডার করেন৷ বিকেলে তাঁর নৈনিতাল ঘুরতে যাওয়ার কথা ছিল৷ সুইগি ইনস্টামার্টে অর্ডার করেন তিনি৷
advertisement
3/7
কিন্তু বিপত্তি বাঁধে কন্ডোম ডেলিভারির সময়৷ কারণ ডেলিভারি বয় ফোন করলে ওই ব্যক্তি তাঁকে প্যাকেটটি অফিসের রিসেপশনে রেখে যেতে বলেন৷ সেখানে তখন এক মহিলা রিসেপশনিস্ট ছিলেন৷
advertisement
4/7
ওই ব্যক্তি জানান, তিনি সাধারণত ব্লিঙ্কইট থেকেই কন্ডোম অর্ডার করেন৷ ওই সংস্থা একটি ব্রাউন পেপারের প্যাকেটে ভরে কন্ডোম ডেলিভারি করে৷ওই ব্যক্তি জানান, তিনি সাধারণত ব্লিঙ্কইট থেকেই কন্ডোম অর্ডার করেন৷ ওই সংস্থা একটি ব্রাউন পেপারের প্যাকেটে ভরে কন্ডোম ডেলিভারি করে৷
advertisement
5/7
কিন্তু সুইগি ইনস্টামার্ট থেকে একটি স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেটে মুড়িয়ে কন্ডোম ডেলিভারি করা হয়৷ ফলে প্যাকেটের ভিতরে কী রয়েছে, তা বাইরে থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল৷
advertisement
6/7
পরে রিসেপশন থেকে প্যাকেটটি সংগ্রহ করতে গিয়েই বিষয়টি খেয়াল করেন ওই ব্যক্তি৷ মহিলা রিসেপশনিস্টের সামনে তখন রীতিমতো অস্বস্তিতে পড়ে যান ওই ব্যক্তি৷
advertisement
7/7
রেড ইট-এ গোটা ঘটনা জানিয়ে তিনি লেখেন, সুইগির জন্য অফিসে আমার মুখ পুড়ল! প্যাকেটটি অফিসে মহিলা রিসেপশনিস্টের সামনে রাখা ছিল৷ সবাই ভাবছে আমি হয়তো অফিসে বসেই এসব করি!
বাংলা খবর/ছবি/দেশ/
Man orders contraceptives from office: রিসেপশনে ছিলেন মহিলা সহকর্মী, অফিসে বসে কন্ডোম অর্ডার করে মহা ফাঁপড়ে ব্যক্তি! কী ঘটল?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল