TRENDING:

Cancer Treatment: ক্যানসার চিকিৎসার খরচ কমাতে বড় রায়, সস্তা নিভোলুম্যাব বিক্রির অনুমতি দিল দিল্লি হাইকোর্ট

Last Updated:
Cancer Treatment: সাশ্রয়ী চিকিৎসার পথে বড় স্বস্তির রায় দিল দিল্লি হাইকোর্ট। মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ব্রিস্টল মায়ার্স স্কুইব (BMS)-এর উদ্ভাবিত বহুল ব্যবহৃত ক্যানসারের ওষুধ নিভোলুম্যাব (Nivolumab)-এর সস্তা বায়োসিমিলার ভারতে বিক্রির অনুমতি পেল ভারতীয় ফার্মাসিউটিক্যাল সংস্থা জাইডাস লাইফসায়েন্সেস।
advertisement
1/6
ক্যানসার চিকিৎসার খরচ কমাতে বড় রায়, সস্তা নিভোলুম্যাব বিক্রির অনুমতি দিল দিল্লি হাইকোর্ট
সাশ্রয়ী চিকিৎসার পথে বড় স্বস্তির রায় দিল দিল্লি হাইকোর্ট। মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ব্রিস্টল মায়ার্স স্কুইব (BMS)-এর উদ্ভাবিত বহুল ব্যবহৃত ক্যানসারের ওষুধ নিভোলুম্যাব (Nivolumab)-এর সস্তা বায়োসিমিলার ভারতে বিক্রির অনুমতি পেল ভারতীয় ফার্মাসিউটিক্যাল সংস্থা জাইডাস লাইফসায়েন্সেস। এই রায়কে দেশের স্বাস্থ্যব্যবস্থার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই মনে করা হচ্ছে।
advertisement
2/6
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ, আদালত জাইডাসকে ওষুধ বিক্রির অনুমতি দিলেও সংস্থাটিকে বিক্রির বিস্তারিত নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে, যাতে পেটেন্ট স্বত্বাধিকারী সংস্থার অধিকার সুরক্ষিত থাকে। উল্লেখ্য, ব্রিস্টল মায়ার্স স্কুইব ‘অপডিভো’ ব্র্যান্ড নামে নিভোলুম্যাব বাজারজাত করে, যা বিশ্বের অন্যতম সফল ইমিউনোথেরাপি ওষুধ হিসেবে পরিচিত। অন্যদিকে, জাইডাসের তৈরি বায়োসিমিলার ZRC 3276, যা সংস্থার দাবি অনুযায়ী মূল ওষুধের তুলনায় প্রায় ৭০ শতাংশ কম দামে পাওয়া যেতে পারে।
advertisement
3/6
এর আগে দিল্লি হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চ নিভোলুম্যাবের পেটেন্ট মে ২০২৬ পর্যন্ত বৈধ বলে জানিয়ে জাইডাসকে ওষুধ বিক্রি থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছিল। তবে সেই নির্দেশ বাতিল করে বিচারপতি সি হরি শঙ্কর ও বিচারপতি ওম প্রকাশ শুক্লার ডিভিশন বেঞ্চ জানায়, জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে আদালতকে জনস্বার্থ ও রোগীদের কল্যাণকে অগ্রাধিকার দিতেই হবে।
advertisement
4/6
রায়ে আদালত স্পষ্ট করেছে, বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার গুরুত্বপূর্ণ হলেও তা মানুষের জরুরি স্বাস্থ্যচাহিদার ঊর্ধ্বে হতে পারে না। বিচারপতিরা মন্তব্য করেন, এই ধরনের মামলায় আদালতকে অত্যন্ত সংবেদনশীল ভূমিকা নিতে হয় এবং দেশের বিপুল সংখ্যক সাধারণ মানুষের চিকিৎসার প্রয়োজনকে মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হয়।
advertisement
5/6
এই রায়ের ফলে ক্যানসার রোগীদের জন্য বড় স্বস্তি আসতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। নিভোলুম্যাবের মতো ওষুধের একটি কোর্সের খরচ কয়েক লক্ষ টাকা হওয়ায় বহু রোগীর পক্ষেই চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। জাইডাসের দাবি, তাদের বায়োসিমিলার বাজারে এলে অনেক ক্ষেত্রেই চিকিৎসার খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
advertisement
6/6
উল্লেখ্য, নিভোলুম্যাব ফুসফুসের ক্যানসার, কিডনি ক্যানসার এবং মেলানোমার মতো গুরুতর রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি ইমিউনোথেরাপি শ্রেণির ওষুধ, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করে ক্যানসার কোষের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। প্রচলিত কেমোথেরাপির তুলনায় এই চিকিৎসা অনেক ক্ষেত্রেই বেশি কার্যকর এবং তুলনামূলকভাবে কম পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত বলে মনে করা হয়।
বাংলা খবর/ছবি/দেশ/
Cancer Treatment: ক্যানসার চিকিৎসার খরচ কমাতে বড় রায়, সস্তা নিভোলুম্যাব বিক্রির অনুমতি দিল দিল্লি হাইকোর্ট
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল