জেনারেল কামরায় মৃতদেহ, তাই নিয়েই সারা রাত ছুটল ট্রেন! রেলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Dead Body in train: ট্রেনের কামরায় সারা রাত পড়ে থাকল মৃতদেহ। আরপিএফ ফিরেও তাকাল না।
advertisement
1/6

একটা সময় ভারতীয় রেলের পরিষেবায় গর্ব করত প্রতিটা ভারতবাসী। তবে দিন দিন যেন রেলের পরিষেবা তলানিতে গিয়ে ঠেকেছে। বাড়ছে রেল দুর্ঘটনা। তবে এবার যে ঘটনা ঘটল তাতে রেল কর্তৃপক্ষের উপর আপনার ক্ষোভ আরও বাড়তে পারে।
advertisement
2/6
ট্রেনের জেনারেল কামরায় সারা রাত পড়ে রইল এক যুবকের মৃতদেহ। জিআরপি, আরপিএফ, রেল কর্তৃপক্ষ কেউ সেটি সরানোর জন্য কোনও ব্যবস্থা নিল না।
advertisement
3/6
সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসের ঘটনা। ট্রেনটি মাদুরাই থেকে নয়াদিল্লি যাচ্ছিল। সেই ট্রেনে মরজিৎ যাদব নামে এক যুবকের মৃত্যু হয়। তাঁর মৃতদেহ সারা রাত জেনারেল কামরাতেই থাকে। প্রবল অস্বস্তিতে পড়েন বাকি যাত্রীরা।
advertisement
4/6
রমজিৎ উত্তরপ্রদেশের বাসিন্দা। তবে কর্মসূত্রে থাকতেন চেন্নাইতে। বেশ কয়েকদিন ধরেই তিনি গুরুতর অসুস্থ। তাঁর শ্যালক তাই রমজিৎকে বাড়ি ফিরিয়ে আনতে গিয়েছিলেন।
advertisement
5/6
ট্রেনে ওঠার পর থেকে ওই যুবকের শরীর আরও খারাপ হয়। রবিবার রাতে ট্রেনটি নাগপুরে পৌঁছতেই তাঁর মৃত্যু হয় ট্রেনে। তার পর রেল কর্তৃপক্ষকে মৃতদেহ নামানোর জন্য অনুরোধ করতে থাকেন রমজিতের শ্যালক। কিন্তু কেউ কথা শোনেননি বলে অভিযোগ।
advertisement
6/6
জেনারেল কামরায় মৃতদেহ পড়ে থাকে। ট্রেন ছুটে যায় ৬০০ কিমি পথ। সোমবার সকালে ট্রেন ভোপাল পৌঁছলে রেলের তরফে মৃতদেহ ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা করা হয়। সারা রাত অন্য যাত্রীরা মৃতদেহের সঙ্গেই যাত্রা করেন।