TRENDING:

ডিএ মামলার শুনানি...! কী হল আজ সুপ্রিম কোর্টে? রাজ্য সময় চাইতেই যা বলল শীর্ষ আদালত

Last Updated:
DA Case Update: ছ’সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য টাকা দিতে পারেনি। বরং সুপ্রিম কোর্টের কাছ থেকে আরও ছ’মাস সময় চেয়েছে রাজ্য। সোমবার সেই সংক্রান্ত শুনানিতে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ডিএ মামলায় মেরিটের উপর শুনানি করতে হবে।
advertisement
1/5
ডিএ মামলার শুনানি! কী হল আজ সুপ্রিম কোর্টে? রাজ্য সময় চাইতেই যা বলল শীর্ষ আদালত
ছ’সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য টাকা দিতে পারেনি। বরং সুপ্রিম কোর্টের কাছ থেকে আরও ছ’মাস সময় চেয়েছে রাজ্য। সোমবার সেই সংক্রান্ত শুনানিতে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ডিএ মামলায় মেরিটের উপর শুনানি করতে হবে।
advertisement
2/5
রাজ‍্যের তরফে অভিষেক মনু সিংভি বলেন- হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কেউই টাকার পরিমাণের কথা বলেনি। আর টাকার অঙ্কটা অনেক বেশি। রাজ্যের তরফে আইনজীবী দ্বিবেদী বলেন— রাজ‍্যের তরফে আমরা আরও দু’মাস সময় চাইছি।
advertisement
3/5
তার পরিপ্রেক্ষিতে বিচারপতি করোল বলেন- "আমরা বিস্তারিত শুনানি করতে চাইছি, অন মেরিট। হতে পারে আপনাদের টাকা দিতেই হল না।" আদালত জানিয়েছে বুধবার টপ অফ দ‍্য লিস্টে শুনানি হবে ডিএ মামলার।
advertisement
4/5
কেন নির্দেশমতো বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ-র ২৫ শতাংশ সরকারি কর্মচারীদের দেওয়া হল না? প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত ডিএ মামলায় গত মে মাসে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিল রাজ‍্যকে ৬ সপ্তাহের মধ‍্যে সরকারি কর্মচারীদের ২৫% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন‍্য। তারপর জুন মাসে রাজ‍্যের তরফে আরও ৬ মাস সময় চাওয়া হয় বকেয়া ডিএর ২৫% মেটানোর জন‍্য।
advertisement
5/5
ডিএর মূল মামলাকারী কনফেডারেশনের তরফে মলয় মুখোপাধ্যায় এবং ফিরদৌস শামিমের বক্তব্য, "রাজ‍্য টাকার হিসেব নেই বলছে, কারণ রাজ‍্য চাইছে মামলাটা আরও বিলম্বিত করতে।আগামিকাল, মঙ্গলবার পুরো মামলার শুনানি হবে। সরকারি কর্মচারিরা অবশ্য আশাবাদী যে বুধবারই ১০০% ডিএ- মেটানোর নির্দেশ দেবে কোর্ট।
বাংলা খবর/ছবি/দেশ/
ডিএ মামলার শুনানি...! কী হল আজ সুপ্রিম কোর্টে? রাজ্য সময় চাইতেই যা বলল শীর্ষ আদালত
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল