TRENDING:

আসছে ঘূর্ণিঝড় মান্দাস! এই নামের অর্থ কী? কলকাতায় ঝড়ের প্রভাব কতটা পড়বে, জানুন আপডেট

Last Updated:
Cyclonic storm Mandous: পরোক্ষ প্রভাব আংশিক মেঘলা আকাশ হতে শুরু করবে বাংলায়। মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা থাকবে আকাশ
advertisement
1/7
আসছে ঘূর্ণিঝড় মান্দাস! এই নামের অর্থ কী? কলকাতায় ঝড়ের প্রভাব কতটা পড়বে, জানুন
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় পৌঁছে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাব সরাসরি পড়বে তামিলনাড়ু পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। এই তিন জেলার উপকূলে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। (ফাইল ছবি, প্রতিবেদন-বিশ্বজিত সাহা)
advertisement
2/7
ঘূর্ণিঝড় মান্দাসের  নামকরণ করেছে সংযুক্ত আরব আমিরশাহী। মান্দাস এর আরবি ভাষায় এর অর্থ হল ভেলা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গেলে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তখন তার নাম হবে মান্দাস। (ফাইল ছবি)
advertisement
3/7
এর পরোক্ষ প্রভাব আংশিক মেঘলা আকাশ হতে শুরু করবে বাংলায়। মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা থাকবে আকাশ। জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। উত্তুরে হাওয়া বা উত্তর-পশ্চিমের হাওয়ার প্রভাব কমতে শুরু করবে। কমবে শীতের আমেজও। (ফাইল ছবি)
advertisement
4/7
কলকাতায় সকালের দিকে হালকা ধোঁয়াশার পরিবেশ থাকবে। দিনভর আংশিক মেঘলা আকাশ। সকালের তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে। সকাল সন্ধ্যা শীতের আমেজ কমলেও টের পাওয়া যাবে। (ফাইল ছবি)
advertisement
5/7
বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা। বুধবার এই তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৫ থেকে ৮৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস। (ফাইল ছবি)
advertisement
6/7
সামান্য কমল কলকাতার পারদ। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায়। রাতের তাপমাত্রা এরকম থাকবে শুক্রবার পর্যন্ত। তবে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে আংশিক মেঘলা আকাশের কারণে। (ফাইল ছবি)
advertisement
7/7
শনিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। শনিবার থেকে সোমবার পর্যন্ত ওই পরিস্থিতি থাকবে। সেই সময় শীতের আমেজ কিছুটা কমবে রাজ্যে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প এসে আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা। তবে আগামী চার পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। (ফাইল ছবি)
বাংলা খবর/ছবি/দেশ/
আসছে ঘূর্ণিঝড় মান্দাস! এই নামের অর্থ কী? কলকাতায় ঝড়ের প্রভাব কতটা পড়বে, জানুন আপডেট
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল