Cyclonic Circulation: সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত! হঠাৎই বদলে গেল গতিপথ...বড়দিনে বড়সড় ভোলবদলের আশঙ্কা আবহাওয়ার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
আপাতত শুক্রবার পর্যন্ত শীতের স্পেল। পঞ্জাব থেকে পূর্ব ভারতে কোল্ড প্যাসেজ। এই কোল্ড প্যাসেজে তাপমাত্রা ৪ ডিগ্রি থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমেছে। পঞ্জাবে শৈত্য প্রবাহের সতর্কবার্তা সঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা।
advertisement
1/8

এই তো গত রবিবারই ছিল এখনও পর্যন্ত মরসুমের শীতলতম দিন৷ আর তারপর ২ দিন ঘুরতে না ঘুরতেই আবহাওয়ায় ফের আসছে বিরাট বদল৷ আর বদলটা এমনই যে, আশঙ্কা করা হচ্ছে, এবারের ক্রিশমাসে ফুল স্লিভ সোয়েটার কেন, হাফ স্লিভ সোয়েটার পরলেও বেশ বেগ পেতে হবে আমাদের৷ শীতের মরসুমে সবচেয়ে বড় ভিলেন হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণাবর্ত৷
advertisement
2/8
মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় শাখার উপ মহাধ্যক্ষ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, বাংলার শীত মূলত নির্ভর করে দু’টি জিনিসের উপরে৷ এক, পশ্চিমি ঝঞ্ঝা এবং দুই, বঙ্গোপসাগর থেকে ঢুকে আসা পূবালি বাতাস৷ আর তাঁর মতে, গত বছরের মতো এবছরও বঙ্গোপসাগরে সক্রিয়তা বেড়েছে৷ তৈরি হচ্ছে, একের পর এক ঘূর্ণাবর্ত৷
advertisement
3/8
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ইতিমধ্যেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে দক্ষিণবঙ্গে৷ চলতি সপ্তাহের শেষের দিকে ঝকঝকে আকাশ বদলে ঢুকে পড়তে পারে হাল্কা মেঘ৷ ফলে রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা৷
advertisement
4/8
ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, বুধবার লাক্ষ্মাদ্বীপের উপর যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, তা এখন দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপরে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের ফলে বৃহস্পতিবার অর্থাৎ, ২১ ডিসেম্বর থেকে দক্ষিণ তামিলনাড়ু, কেরল, মাহে এবং লাক্ষ্মাদ্বীপে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
5/8
তবে এই ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গে কোনও বৃষ্টিপাতে সম্ভাবনা আপাতত নেই৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২ দিন রাতের দিকের তাপমাত্রার তেমন কোনও বদল হবে না৷ তবে তার পরের দু-তিন দিন রাতের দিকের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে চলেছে৷ অর্থাৎ, বড়দিনে তেমন ঠান্ডা থাকবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদেরা৷
advertisement
6/8
আপাতত শুক্রবার পর্যন্ত শীতের স্পেল। পঞ্জাব থেকে পূর্ব ভারতে কোল্ড প্যাসেজ। এই কোল্ড প্যাসেজে তাপমাত্রা ৪ ডিগ্রি থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমেছে। পঞ্জাবে শৈত্য প্রবাহের সতর্কবার্তা সঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা।
advertisement
7/8
এই কোল্ড প্যাসেজের তাপমাত্রা ৪ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে গিয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে শুক্রবার। এর প্রভাবে সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন।
advertisement
8/8
উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত কোল্ড প্যাসেজ। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তর রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশ, উত্তর ছত্তীশগড়, উত্তর ঝাড়খণ্ড, পশ্চিম বিহারে এই কোল্ড প্যাসেজে।