Cyclonic Circulation IMD: জোড়া ঘূর্ণাবর্ত...! পশ্চিমী ঝঞ্ঝার রক্তচক্ষু...! ঝড় বৃষ্টির তোলপাড় করা অশনি সঙ্কেত! কবে থামবে দুর্যোগ? জানিয়ে দিল IMD
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Cyclonic Circulation IMD: ঘূর্ণাবর্তের ঘনঘটা। আসছে পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে রাজ্যে আবহাওয়ার মহা সতর্কবাণী। বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রাজধানী দিল্লি-সহ পশ্চিমবঙ্গ, অসম, ওড়িশা, অরুণাচল প্রদেশে। আইএমডির সর্বশেষ আপডেট বলে দিল কবে থামবে দুর্যোগপূর্ণ আবহাওয়া।
advertisement
1/13

ঘূর্ণাবর্তের ঘনঘটা। আসছে পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে রাজ্যে আবহাওয়ার মহা সতর্কবাণী। বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রাজধানী দিল্লি-সহ পশ্চিমবঙ্গ, অসম, ওড়িশা, অরুণাচল প্রদেশে। আইএমডির সর্বশেষ আপডেট বলে দিল কবে থামবে দুর্যোগপূর্ণ আবহাওয়া।
advertisement
2/13
ফের আবহাওয়ার রঙবদল। একদিকে ঝড় বৃষ্টির সতর্কতা, বাড়ছে অস্বস্তি, গরম। অন্যদিকে দেশের সমতল এলাকা থেকে কাটছে শীতের প্রভাব। উত্তর এবং পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে তাপমাত্রার ক্রমাগত বৃদ্ধি রেকর্ড করা হচ্ছে। এর পাশাপাশি মৌসুমী সিস্টেমেও দ্রুত পরিবর্তন শুরু হয়েছে।
advertisement
3/13
আবহাওয়া দফতর জানিয়েছে আগামী পাঁচ দিন এ রকমই থাকবে আবহাওয়া। এপ্রিলের প্রথম থেকে দুর্যোগ কাটার সম্ভাবনা। বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ রয়েছে। ওদিকে বাংলাদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। তাতেই বৃষ্টি চলবে বেশ কিছু রাজ্যে।
advertisement
4/13
স্কাইমেট ওয়েদারের রিপোর্ট বলছে উত্তর-পূর্ব অসমের উপর দিয়ে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি ট্রু উত্তর বিহার থেকে বাংলাদেশের মধ্য দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত।
advertisement
5/13
অন্যদিকে, ২৬ মে রাতেই পশ্চিম হিমালয় অঞ্চলে একটি ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স আঘাত হানতে পারে। রয়েছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার চোখরাঙানি। আগামী ২৯ মার্চ থেকে পশ্চিম হিমালয় অঞ্চলে পৌঁছবে সেটি, এমনটাই পূর্বাভাস।
advertisement
6/13
ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) মঙ্গলবার দেশের অনেক জায়গায় দমকা ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিশেষ করে উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতে ঝড়ের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
7/13
এর আগে মধ্য ভারতের অনেক এলাকায় লাগাতার বৃষ্টি রেকর্ড করা হয়। পাশাপাশি ধূলিঝড়ের সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে, দিল্লি এবং আশেপাশের অঞ্চলগুলিতে আজ ২৬ মার্চ মেঘলা থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
advertisement
8/13
আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ পূর্বাভাস জারি করেছে আইএমডি। আবহাওয়াবিদদের মতে, ২৬শে মার্চ পূর্ব ও উত্তর-পূর্ব রাজ্যগুলির অনেক জায়গায় ধূলিঝড় হতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী গাঙ্গেয় এলাকাগুলিতে প্রবল বাতাস দফারফা করতে পারে জনজীবন।
advertisement
9/13
ঝড়ের পাশাপাশি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরে গঙ্গার উপকূলীয় সমভূমিতে আবহাওয়া ছিল শুষ্ক।
advertisement
10/13
তবে ক্রমাগত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে বৃষ্টির পাশাপাশি ঝড় ও শিলাবৃষ্টি অব্যাহত রয়েছে ফের। এ কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন।
advertisement
11/13
IMD এর সর্বশেষ আপডেট কি?আবহাওয়ার গতিপ্রকৃতি নিয়ে সর্বশেষ আপডেট জারি করেছে আইএমডি। এই অনুসারে, ২৬ মার্চ উত্তর-পূর্ব ভারত, পশ্চিমবঙ্গের উপ-হিমালয় অঞ্চল এবং সিকিমে ঝড়ের সঙ্গে বৃষ্টি হতে পারে।
advertisement
12/13
এসব এলাকায় প্রতিনিয়ত আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। কখনও প্রচণ্ড রোদ তো কখনও প্রবল বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আগামী দিনেও আবহাওয়ার অবস্থা কম বেশি একই রকম থাকার সম্ভাবনা।
advertisement
13/13
অন্যদিকে, বিদর্ভ ও ছত্তিশগড়ের কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। ওড়িশার উত্তরাঞ্চলের পাশাপাশি পূর্ব ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম এবং অরুণাচল প্রদেশেও প্রবল বাতাসের সঙ্গে বৃষ্টি হয়েছে গতকাল।