Cyclonic Circulation IMD: উত্তাল হবে সমুদ্র...! তৈরি নিম্নচাপ! আগামী ২ দিন ৬ রাজ্য কাঁপাবে ভারী-অতিভারী বৃষ্টিপাত! ৩ রাজ্যে তাপপ্রবাহ, কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Cyclonic Circulation IMD: বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ। মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই নিম্নচাপ এলাকা। আগামী ২৪ ঘণ্টায় এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে। পরবর্তী আটচল্লিশ ঘণ্টায় এর অভিমুখ হবে উত্তর দিকে। আগামী দুদিনে এটি ক্রমশ এগিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে।
advertisement
1/17

এপ্রিলের শুরুতে প্রতি বছর উত্তর ভারতের একাধিক রাজ্যে তীব্র তাপপ্রবাহ দেখা যায়। চলতি বছরেও এপ্রিল মাসে প্রচণ্ড গরমের কারণে মানুষের ভয়ঙ্কর দূরবস্থা শুরু হয়ে গিয়েছে রাজ্যে রাজ্যে। চড়া রোদ এবং প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ঘর থেকে বেরোতেও ইচ্ছে করছে না মানুষের।
advertisement
2/17
এই পরিস্থিতিতে ভারতীয় আবহাওয়া বিভাগ পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, হিমাচল প্রদেশ, রাজস্থান এবং গুজরাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। আগামী কয়েকমাস তাপমাত্রা প্রচণ্ড বাড়ার আশঙ্কা। ইতিমধ্যেই পঞ্জাব এবং দিল্লিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
3/17
আবহাওয়ার কার্যকলাপ:বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ। মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই নিম্নচাপ এলাকা। আগামী ২৪ ঘণ্টায় এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে। পরবর্তী আটচল্লিশ ঘণ্টায় এর অভিমুখ হবে উত্তর দিকে। আগামী দুদিনে এটি ক্রমশ এগিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে।
advertisement
4/17
ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার ত্রিফলা। সঙ্গে দোসর পশ্চিমী ঝঞ্ঝা। আজ, মঙ্গলবার ৮ এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
advertisement
5/17
অন্যদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসম ও সংলগ্ন এলাকায়। ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।
advertisement
6/17
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা তামিলনাড়ু উপকূল পর্যন্ত বিস্তৃত। এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর দিয়ে বিস্তৃত। একটি অক্ষরেখা রয়েছে বিহার থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত যেটি ঝাড়খণ্ড ও ছত্রিশগড়ের উপর দিয়ে গিয়েছে। অন্য আরেকটি অক্ষরেখা মধ্য-মহারাষ্ট্র থেকে কর্নাটক পর্যন্ত বিস্তৃত যেটি কর্ণাটকের উপর দিয়ে গিয়েছে।
advertisement
7/17
ভিনরাজ্যের আবহাওয়া:প্রবল বৃষ্টির সতর্কতা রাজ্যে রাজ্যে। আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস বলছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অসম, মেঘালয়, তামিলনাড়ু, পণ্ডিচেরী, করাইকাল, কেরল ও মাহেতে।
advertisement
8/17
অন্যদিকে চরম তাপপ্রবাহের পরিস্থিতি দেখা যাবে রাজস্থান, সৌরাষ্ট্র এবং কচ্ছে। গুজরাত রিজিয়ন এবং হিমাচল প্রদেশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে।
advertisement
9/17
পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি মধ্যপ্রদেশ, বিদর্ভ, উত্তর প্রদেশেও তাপপ্রবাহের পরিস্থিতি।কঙ্কন ও গোয়াতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বহাল থাকবে। একই রকম পরিস্থিতি মধ্য মহারাষ্ট্র গুজরাট তামিলনাডু কড়াইকাল ও পন্ডিচেরীতে।
advertisement
10/17
বিহারে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। এই রাজ্যের বেশ কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
advertisement
11/17
বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির আবহাওয়া থাকবে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, ছত্রিশগড়, ঝাড়খণ্ড, সিকিম, কেরল মাহে এবং কর্নাটকে।
advertisement
12/17
দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় উত্তাল হবে সমুদ্র। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই দুই এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
advertisement
13/17
এই রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা:আইএমডি অনুসারে, ৮ এপ্রিল থেকে একটি পশ্চিমা ঝঞ্ঝা সক্রিয় হতে চলেছে, যার কারণে ১০ এবং ১১ এপ্রিল পঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং উত্তরাখণ্ডের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রঝড় এবং তীব্র বাতাসের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং তাপপ্রবাহের পরিস্থিতি হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
advertisement
14/17
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ৯ এপ্রিল অসম, মেঘালয় এবং বিহারের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর-পশ্চিম, মধ্য এবং পূর্ব ভারতেও তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। সৌরাষ্ট্র, কচ্ছ এবং রাজস্থানের অনেক অংশে তীব্র তাপপ্রবাহ দেখা দিতে পারে।
advertisement
15/17
উত্তরপ্রদেশের আবহাওয়ার অবস্থা৯ থেকে ১০ এপ্রিলের মধ্যে উত্তরপ্রদেশের অনেক জেলায় বৃষ্টিপাত এবং বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে দেওরিয়া, গোরক্ষপুর, সন্ত কবির নগর, বস্তি, কুশিনগর, মহারাজগঞ্জ, সিদ্ধার্থ নগর এবং সংলগ্ন কিছু জেলা। পূর্ব উত্তরপ্রদেশের আরও কিছু জেলায় সামান্য বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কমতে পারে।
advertisement
16/17
দিল্লির আবহাওয়া:আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সোমবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের থেকে ৫.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আবহাওয়া দফতরের অনুমান, ৮ ও ৯ এপ্রিল তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। তবে ১০ এপ্রিল থেকে ১৩ এপ্রিলের মধ্যে কিছুটা স্বস্তির সম্ভাবনা রয়েছে দিল্লিবাসীর জন্য।
advertisement
17/17
বাংলার আবহাওয়া:আজ মঙ্গলবার ও আগামিকাল বুধবার স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিমের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৫০ কিমি গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে জেলায় জেলায়।