Cyclonic Circulation IMD: ধেয়ে আসছে...! আগামী ১২ ঘণ্টায় ১৩ রাজ্য কাঁপাবে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া, বজ্রপাত হুঁশিয়ারি ১৮ রাজ্যে, কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Cyclonic Circulation IMD: অল্প সময়েই দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু এলাকায় ঢুকে পড়বে বর্ষারানী। সেইসঙ্গে মৌসুমি বায়ু উত্তরপূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশ অগ্রসর হবে।
advertisement
1/12

বিরাট রদবদল চলছে আবহাওয়ার। দেশ জুড়ে একাধিক সিস্টেমের জেরে বদলাচ্ছে মরসুমের মেজাজ। কলকাতা থেকে রাজধানী দিল্লি বৃষ্টি এবং বজ্রপাতের কারণে মানুষ গরম থেকে অনেকটাই মুক্তি পেয়েছে।
advertisement
2/12
কিন্তু আজ, অর্থাৎ রবিবার, রাজধানী দিল্লিতে প্রচণ্ড গরমের কারণে হাঁসফাঁস হাল। তীব্র রোদের কারণে, ঘর থেকে বের হওয়াও মানুষের পক্ষে কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে রাজস্থানের জন্য এসেছে আইএমডি-র একটি নতুন আপডেট। এদিকে কলকাতা-সহ বাংলা জুড়ে দফায় দফায় বৃষ্টি ও মেঘলা হাওয়া তাপমাত্রা কমালেও গরমের অস্বস্তি অব্যাহত।
advertisement
3/12
এরইমধ্যে বর্ষা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়েছে সপ্তাহের মাঝামাঝি। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু নির্ধারিত দিনের পাঁচদিন আগেই ১৩মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামানসাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়ে।
advertisement
4/12
পরিস্থিতি অনুকূল থাকলে আগামী তিন চার দিনের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগরের কিছু অংশে এবং মলদ্বীপ ও কোমোরিন এলাকায় ঢুকে পড়বে বলেও আবহাওয়াবিদদের ইঙ্গিত।
advertisement
5/12
অল্প সময়েই দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু এলাকায় ঢুকে পড়বে বর্ষারানী। সেইসঙ্গে মৌসুমি বায়ু উত্তরপূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশ অগ্রসর হবে।
advertisement
6/12
আবহাওয়ার সিস্টেম:হরিয়ানা থেকে উত্তরপূর্ব অসম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যেটি উত্তর প্রদেশ বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশের উপর দিয়ে রয়েছে।
advertisement
7/12
উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং তেলেঙ্গানা,ও অসমে অবস্থান করছে সক্রিয় ঘূর্ণাবর্ত। অন্যদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে যেটি দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে।
advertisement
8/12
ভিনরাজ্যের আবহাওয়া :আগামী কয়েকদিন অসম, মেঘালয়, কর্নাটকে প্রবল বর্ষণের আশঙ্কা। উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টির সতর্কতা। কর্ণাটক উপকূল, কেরল, মাহে, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, অন্ধপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু ও পণ্ডিচেরি, করাইকাল মধ্য মহারাষ্ট্র তেলেঙ্গানা সিকিম ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
advertisement
9/12
কালবৈশাখীর মতো পরিস্থিতি; ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বিহার, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্রে। বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টির আশঙ্কা অন্ধ্রপ্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ছত্তীসগঢ়, রাজস্থান, কেরল, মাহে, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, পঞ্ঝাব, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ এবং বাংলাতে।
advertisement
10/12
এই রাজ্যগুলি থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা থাকবে। হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা থাকবে মধ্যপ্রদেশ, গুজরাত, হিমাচল প্রদেশ, কর্ণাটক, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, পণ্ডিচেরি ও বিদর্ভতে। ধূলিঝড় আশঙ্কা রয়েছে রাজস্থানে।
advertisement
11/12
তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং উত্তর প্রদেশে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে অন্ধ্রপ্রদেশ, বাংলা, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, তামিলনাড়ু ও পন্ডিচেরিতে।
advertisement
12/12
মধ্যপ্রদেশে গরম রাতের অস্বস্তি:শ্রীলঙ্কা ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। কেরল ও কর্ণাটক উপকূলীয় অঞ্চলেও সমুদ্র উত্তাল থাকবে। এই দুই ক্ষেত্রেই ৪৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মৎস্যজীবীদের ওই এলাকায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।