TRENDING:

Cyclone Tauktae: ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে, ধ্বংসলীলা চালাতে তৈরি, ঝড়ের গতি ঘণ্টায় ১৭৫ কিমি!

Last Updated:
প্রবল আকার ধারণ করেছে এই সাইক্লোন, আতঙ্কের প্রহর গোনা শুরু...
advertisement
1/7
Cyclone Tauktae: ভয়াবহ আকার নিচ্ছে,চলবে ধ্বংসলীলা, ঝড়ের গতি ঘণ্টায় ১৭৫ কিমি!
ভারতের মৌসম বিভাগ (IMD) টাউতে ঘূর্ণিঝড় (Cyclone Tauktae) নিয়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷ আরব সাগরে তৈরি নিম্নচাপ ঘণীভূত হয়ে অতি ভীষণ সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে৷ ১৭ মে এটা হয়ে যাওয়ার কথা৷ আর তার একদিনের মধ্যেই গুজরাত (Gujrat) উপকূলে আছড়ে পড়বে এই ভয়ানক সাইক্লোন৷ এর পরবর্তী পরিস্থিতি -র মোকাবিলার জন্য ইতিমধ্যেই NDRF মোতায়েন করা হয়েছে৷ এইবছর এটাই ভারতের উপকূল ভূমিতে আছড়ে পড়তে চলা প্রথম সাইক্লোন৷ এর নাম দিয়েছে মায়নমার যার অর্থ টিকটিকি৷
advertisement
2/7
গত ৬ ঘণ্টায় ৯ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে এগিয়ে চলেছে এই সাইক্নোন৷ উপকূলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের গতি হতে চলেছে ১৪০ -১৫০ কিলোমিটার৷ এই মুহূর্তে এই সাইক্লোন গুজরাত তটভূমির থেকে ১৬০ কিলোমিটার দূরে রয়েছে৷ অন্যদিকে গোয়ার পানাজির থেকে ৩৫০ কিলোমিটার দূরে রয়েছে৷
advertisement
3/7
শনিবার রাত থেকে এই সাইক্লোন অতি ভীষণ সাইক্লোনে পরিণত হচ্ছে৷ ১৮ মে সন্ধ্যা নাগাদ এই ঝড় আছড়ে পড়তে পারে পোরবন্দর ও নালিয়া তট এলাকায়৷
advertisement
4/7
আইএমডি জানিয়েছে ১৬-১৯ মে -র মধ্যে পুরো সম্ভবনা রয়েছে যাতে ১৫০-১৬০ কিলোমিটার গতিতে হাওয়া বইবে৷ আর তার সঙ্গে অতি ভীষণ সাইক্লোন আছড়ে পড়বে৷ হাওয়ার গতিবেগ কখনও বেড়ে বেড়ে ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টাও হবে৷
advertisement
5/7
এই সাইক্লোনের কারণে লাক্ষাদ্বীপে ১৫ মে থেকে মুষলাধার বৃষ্টি শুরু হবে৷ এছাড়া কর্ণাটক উপকূলের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মধ্যম বৃষ্টিপাত শুরু হবে৷ পাশাপাশি ভারি বৃষ্টির সম্ভবনাও থাকছে৷ গুজরাতের সৌরাষ্ট্র এলাকায় অত্যন্ত ভারি বৃষ্টিপাত হবে৷
advertisement
6/7
Cyclone Tauktae নিয়ে গুজরাতের মুখ্য সচিব আপৎকালীন বৈঠক করেছেন৷ এই সাইক্লোন গুজরাতের ১৪ টি জেলায় প্রভাব ফেলবে৷ এই সব জেলায় কোভিড প্রটোকল মেনে কীভাবে বিপর্যয় মোকাবিলা সম্ভব তার জন্য ডিএমদের সঙ্গে বৈঠক চলছে৷
advertisement
7/7
মুম্বইয়ের জুহু চৌপাঠিতে বিএমসি-র পক্ষ থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ লাইফগার্ড , লাইফসেভিং বোট সব কিছুর ব্যবস্থা রাখা হয়েছে৷ এরমধ্যে সমুদ্রের ঢেউ প্রবলআকার নিতে পারে এই বিষয় মাথায় রাখা হয়েছে৷
বাংলা খবর/ছবি/দেশ/
Cyclone Tauktae: ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে, ধ্বংসলীলা চালাতে তৈরি, ঝড়ের গতি ঘণ্টায় ১৭৫ কিমি!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল