TRENDING:

Cyclone Gulab Landfall Begins: ভয়ঙ্কর ঘূর্ণিঝড় গুলাব কাঁপাচ্ছে! শুরু ভূমিধস, প্রতি মুহূর্তেই তছনছের আশঙ্কা...

Last Updated:
Cyclone Gulab Landfall Begins: ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঠেকাতে ইতিমধ্যেই এই এলাকা খালি করতে দেওয়া হয়েছে ৷
advertisement
1/11
ভয়ঙ্কর ঘূর্ণিঝড় গুলাব কাঁপাচ্ছে! শুরু ভূমিধস, প্রতি মুহূর্তেই তছনছের আশঙ্কা...
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল রবিবারের মধ্যরাত ৷ কিন্তু তার বেশ কয়েক ঘণ্টা আগেই উপকূলের মাটি ছুঁয়ে ফেলল ঘূর্ণিঝড় গুলাব (Cyclone Gulab) ৷ রবিবার সন্ধে নাগাদ স্থলভাগে পৌঁছে যায় এই ঘূর্ণিঝড়।
advertisement
2/11
আবহবিদরা বলছেন, সময় যত এগোবে, কলিঙ্গপত্তনম এবং গোপালপুরের মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভাগের আরও ভিতরে ঢুকবে এই ঘূর্ণিঝড়।তবে এই এলাকাটুকু পেরোতে সময় লাগবে প্রায় তিন ঘণ্টা ৷
advertisement
3/11
সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল এবং ওড়িশার দক্ষিণ উপকূলের মাঝামাঝি জায়গায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় গুলাব ৷ মৌসম ভবনের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে ৷
advertisement
4/11
স্থলভাগ স্পর্শ করার পর উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন দক্ষিণ উপকূলীয় ওড়িশায় ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে বলেই জানিয়েছে মৌসম বিভাগ। কলিঙ্গপত্তনম এবং গোপালপুরের মধ্যে এই সিস্টেমটি উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। কলিঙ্গপত্তনম থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে। ৭৫ থেকে ৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড় চলছে।
advertisement
5/11
মৌসম বিভাগ জানিয়েছে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সূচনার ফলেই সংশ্লিষ্ট এলাকায় বৃষ্টিপাতের আশংকা রয়েছে ৷ ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঠেকাতে ইতিমধ্যেই এই এলাকা খালি করতে দেওয়া হয়েছে ৷ প্রায় ১৬০০ বাসিন্দাকে ইতিমধ্যেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে৷
advertisement
6/11
ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যে কমলা সর্তকতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পরিবহণ এবং রেল যোগাযোগ বিপর্যস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও অন্য ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
advertisement
7/11
এরইমধ্যে সংশ্লিষ্ট দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ পরে সেকথা নিজেই টুইটারে জানিয়েছেন তিনি ৷
advertisement
8/11
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডির (YS Jagan Mohan Reddy) সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় প্রধানমন্ত্রীর ৷ দুর্যোগের সময় দক্ষিণের এই রাজ্যকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মোদি ৷ একইসঙ্গে, সকলের সুরক্ষা ও সুস্থতাও কামনা করেছেন তিনি ৷
advertisement
9/11
এর পাশপাশি, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের (Naveen Patnaik) সঙ্গেও কথা হয় প্রধানমন্ত্রীর ৷ দুর্যোগ মোকাবিলায় আগেভাগেই যাবতীয় ব্যবস্থা নিয়েছে ওড়িশা সরকার ৷ সেইসব ব্যবস্থাপনা নিয়েই মোদির সঙ্গে কথা হয় পট্টনায়েকের ৷ তাঁকে কেন্দ্রের তরফে পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী ৷
advertisement
10/11
*ঘূর্ণিঝড় গুলাব এগিয়ে আসছে বঙ্গোপসাগরের ধরে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। ইতিমধ্যে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া খারাপ হতে শুরু করেছে।
advertisement
11/11
জানা যাচ্ছে, সবচেয়ে বেশি এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঝড়ের আশংকা রয়েছে।প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/দেশ/
Cyclone Gulab Landfall Begins: ভয়ঙ্কর ঘূর্ণিঝড় গুলাব কাঁপাচ্ছে! শুরু ভূমিধস, প্রতি মুহূর্তেই তছনছের আশঙ্কা...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল