Cyclone 'Ditwah': ফের ঘূর্ণিঝড় সতর্কতা! তামিলনাডু–অন্ধ্র উপকূলে ৩০ নভেম্বর ল্যান্ডফলের আশঙ্কা, উপকূলে ভারি বৃষ্টি–ঝোড়ো হাওয়ার হুশিয়ারি
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Cyclone 'Ditwah': ভারতের আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী ৩০ নভেম্বর তামিলনাডু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই উপকূলবর্তী জেলা প্রশাসনগুলোকে সতর্ক করা হয়েছে।
advertisement
1/6

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত থেকে শক্তি সঞ্চয় করে আরও জোরদার হয়েছে সাইক্লোন ‘দিতওয়াহ’। ভারতের আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী ৩০ নভেম্বর তামিলনাডু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই উপকূলবর্তী জেলা প্রশাসনগুলোকে সতর্ক করা হয়েছে।
advertisement
2/6
ঝড়ের গতিপথবুধবার সকালে প্রকাশিত আইএমডির বুলেটিন অনুযায়ী, ‘দিতওয়াহ’ বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের মধ্য–পূর্বাংশে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি উত্তর–উত্তরপশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে ৩০ নভেম্বর ভোরের দিকে উপকূলে ল্যান্ডফল করতে পারে। ঝড়ের তীব্রতা সময়ের সঙ্গে আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
advertisement
3/6
বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতাতামিলনাডুর চেন্নাই, নাগাপট্টিনম, কাডালুর, তিরুভারুর মতো উপকূলবর্তী জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশর নেল্লোর ও প্রাকাশম জেলাতেও ঝড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত বেগে বাতাস বইতে পারে বলে জানিয়েছে আইএমডি।
advertisement
4/6
এলার্ট জারিআইএমডি তামিলনাডু এবং দক্ষিণ আন্ধ্র প্রদেশের একাধিক জেলায় ইয়েলো ও অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। সমুদ্র উত্তাল থাকায় জেলেদের আগামী কয়েকদিন সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
5/6
সরকারি প্রস্তুতি জোরদাররাজ্য সরকারগুলি ইতিমধ্যেই NDRF–এর টিম স্ট্যান্ডবাই রেখেছে। নিচু তটবর্তী অঞ্চলগুলোতে স্থানীয় প্রশাসন মাইকিং করে সতর্কতা প্রচার শুরু করেছে। জরুরি অবস্থায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
6/6
সাধারণ মানুষের উদ্দেশে সতর্কবার্তাউপকূলের বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাইরে না বেরোনোর অনুরোধ করা হয়েছে। বিদ্যুৎ বিপর্যয়, গাছ পড়ে যাওয়া এবং জল জমে যাওয়ার সম্ভাবনার কথাও প্রশাসন জানিয়েছে। পরিস্থিতি ঘনঘোর আকার ধারণ করতে পারে—তাই নিয়মিত অফিসিয়াল আপডেট দেখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।