TRENDING:

Cyclone Biparjoy|| এই মুহূর্তে কোথায় অবস্থান করছে সাইক্লোন বিপর্যয়? কবে আছড়ে পড়বে উপকূলে? জানিয়ে দিল হাওয়া অফিস

Last Updated:
Cyclone Biparjoy: আপাতত ঘূর্ণিঝড় ভারতবর্ষের উপকূল গোয়া থেকে ৮২০ কিলোমিটার পশ্চিমে রয়েছে। ভারতবর্ষের আরও এক উপকূল শহর মুম্বাই থেকে এটি ৮৪০ কিমি পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।
advertisement
1/15
এই মুহূর্তে কোথায় অবস্থান সাইক্লোন বিপর্যয়ের? কবে আছড়ে পড়বে উপকূলে? জানুন আপডেট
*আরবসাগরের ঘূর্ণিঝড় 'বিপর্যয়' আগামী ৩৬ ঘণ্টায় আরও শক্তিশালী রূপ নেবে।  ১৭০-১৮০ কিলোমিটার পর্যন্ত গতিবেগ হতে পারে। এই ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে গুজরাট ও পাকিস্তান সংলগ্ন উপকূলে। যদিও বিভিন্ন মডেলে ভিন্ন মত। ৪৮ ঘণ্টা পরে ঝড়ের গতিবেগ কোন দিকে যায় তার উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা। সংগৃহীত ছবি। 
advertisement
2/15
*পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলে বঙ্গোপসাগরেও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এটি নিম্নচাপে পরিণত হলেও ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কার্যত নেই। সংগৃহীত ছবি। 
advertisement
3/15
*নিম্নচাপে পরিণত না হলেও ঘূর্ণাবর্ত শেষ পর্যন্ত মায়ানমারের স্থলভাগে ঢুকে যাবে বলে অনুমান আবহাওয়াবিদদের। বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর থেকে সেভাবে পরিস্থিতি অনুকূল না হওয়ায় সিস্টেম শক্তি হারাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সংগৃহীত ছবি। 
advertisement
4/15
*কেরল উপকূলের কাছাকাছি পূর্ব-মধ্য আরব সাগর ও দক্ষিণ-পূর্ব আরব সাগরের সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ এবং নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। সেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর দিকে এগোচ্ছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর। সংগৃহীত ছবি। 
advertisement
5/15
*আপাতত গুজরাট উপকূলের দিকে এটি ক্রমশ এগিয়ে গেলেও শেষ পর্যন্ত কোন দিকে যায় সেদিকে নজর থাকবে আবহাওয়াবিদদের। সংগৃহীত ছবি। 
advertisement
6/15
*দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং পূর্ব মধ্য আরব সাগরের ঘূর্ণিঝড় বিপর্যয় তৈরি হয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে বাংলাদেশ। বিপর্যয় কতটা ধ্বংসলীলা চালাবে এবং কোন উপকূলে শেষ পর্যন্ত আছড়ে পড়বে তা এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা।- সংগৃহীত ছবি। 
advertisement
7/15
*আপাতত ঘূর্ণিঝড় ভারতবর্ষের উপকূল গোয়া থেকে ৮২০ কিলোমিটার পশ্চিমে রয়েছে। ভারতবর্ষের আরও এক উপকূল শহর মুম্বাই থেকে এটি ৮৪০ কিমি পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। সংগৃহীত ছবি। 
advertisement
8/15
*গুজরাটের বন্দর শহর পোরবন্দর থেকে এটি ৮৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। আর পাকিস্তানের বন্দর শহর করাচি থেকে একটি ১,১৪০ কিলোমিটার দক্ষিনে অবস্থান করছে। সংগৃহীত ছবি। 
advertisement
9/15
*ভারতের মৌসম ভবনের অবজারভেসন অনুযায়ী ঘূর্ণিঝড় বিপর্যয় আগামী ৪৮ ঘণ্টায় মধ্য আরব সাগরে অবস্থান করবে। উত্তর আরব সাগর সংলগ্ন এলাকায় এর প্রভাব বিস্তার করবে। ভারতবর্ষের উপকূল শহর কেরলের পর  কর্ণাটক, মুম্বই এবং গোয়া উপকূলে তার প্রভাব পড়বে। সংগৃহীত ছবি। 
advertisement
10/15
*শুক্র ও শনিবার নয় এবং ১০ জুন এটি মূলত দক্ষিণ আরব সাগরে অবস্থান করবে যার প্রভাব পড়বে কর্ণাটক, গোয়া এবং মহারাষ্ট্র উপকূলে। রবিবার ১১ জুন এটি আরও এগিয়ে আরও উত্তরে গিয়ে মধ্য এবং উত্তর আরব সাগরে অবস্থান করবে যার প্রভাব পড়বে আমাদের দেশের গোয়া,মহারাষ্ট্র এবং গুজরাট উপকূলে। সংগৃহীত ছবি। 
advertisement
11/15
*বিশ্বের বিভিন্ন মডেল অনুযায়ী ভিন্নমত এই ঘূর্ণিঝড় বিপর্যয় সম্পর্কে। ঘূর্ণিঝড় বিপর্যয়ের শেষ পর্যন্ত কোথায় স্থলভাগে প্রবেশ করবে নাকি সমুদ্রে মিলিয়ে যাবে তা নিয়ে বিভিন্ন মডেল বিভিন্ন মত জানাচ্ছে। সংগৃহীত ছবি। 
advertisement
12/15
*ইসিএমডব্লিউএফ মডেল জানাচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয় পাকিস্তান ও গুজরাট সংলগ্ন উপকূলে আঘাত হানতে পারে। এর ফলে গুজরাট উপকূলের বেশ কয়েকটি শহরে ক্ষতির আশঙ্কা। সংগৃহীত ছবি। 
advertisement
13/15
*এই মডেলের দেওয়া তথ্য অনুযায়ী ১৫ জুন বৃহস্পতিবার স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়। পাকিস্তানের করাচি এবং গুজরাটের গান্ধী গ্রামের মাঝে কোথাও স্থলে ভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়। গুজরাটের জামনগর, দ্বারকা, জুনাগড়, নালিয়া, গান্ধিগ্রামে ক্ষতির আশঙ্কা। সংগৃহীত ছবি। 
advertisement
14/15
*আবহাওয়ার অন্য মডেল আবার ভিন্ন মত দিচ্ছে। আইএমডি ডাবলু আর এফ জানাচ্ছে এই ঘূর্ণিঝড় পশ্চিম মধ্য আরব সাগরে আগামী ৫দিন অবস্থান করবে। আইএমডিএমএমই জানাচ্ছে এই ঘূর্ণিঝড় পাকিস্তান উপকূলে আছড়ে পড়তে পারে। আবহাওয়া দফতরে আরও এক জনপ্রিয় মডেল জিএফএস জানাচ্ছে এই ঘূর্ণিঝড় ইরান উপকূলের দিকে এগিয়ে যেতে পারে। সংগৃহীত ছবি। 
advertisement
15/15
*শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় কোন দিকে যায় তার উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা। তবে ভারতের মৌসম ভবনের সতর্কবার্তা আগামী ১২ জুন পর্যন্ত পূর্ব মধ্য ও পশ্চিম মধ্য আরব সাগরে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তর ও মধ্য আরব সাগরে ১২-১৪ই জুন মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/দেশ/
Cyclone Biparjoy|| এই মুহূর্তে কোথায় অবস্থান করছে সাইক্লোন বিপর্যয়? কবে আছড়ে পড়বে উপকূলে? জানিয়ে দিল হাওয়া অফিস
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল