Cyclone Biparjoy: ১৯৫ কিমি প্রতি ঘণ্টায় বইবে ঝোড়ো হাওয়া, সমুদ্রে যেন ফুঁসছে দানব, কী কী হবে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Cyclone Alert: আরব সাগরে ভয়াল,ভয়ঙ্কর রূপে ফুঁসছে সাইক্লোন বিপর্যয় (Cyclone Biparjoy) ৷ রবিবার তা সমুদ্রের ওপর আরও শক্তিবৃদ্ধি করে এই মুহূর্তে গুজরাতের সৌরাষ্ট্রের দিক লক্ষ্য করে এগোচ্ছে৷
advertisement
1/6

মুম্বই: আরব সাগরে ভয়াল,ভয়ঙ্কর রূপে ফুঁসছে সাইক্লোন বিপর্যয় (Cyclone Biparjoy) ৷ রবিবার তা সমুদ্রের ওপর আরও শক্তিবৃদ্ধি করে এই মুহূর্তে গুজরাতের সৌরাষ্ট্রের দিক লক্ষ্য করে এগোচ্ছে৷ এই মুহূর্তে হাতে হাত গুটিয়ে বসে না থেকে বিভিন্ন এলাকায় সতর্কবার্তা পৌঁছে দিচ্ছে প্রশাসন৷
advertisement
2/6
কেন্দ্রীয় গৃহমন্ত্রকের থেকে এনডিআর এফের পক্ষ থেকে গুজরাত সরকারের দিকে এক অ্যাডভাইসরি জারি করেছে৷ যাতে তাকে কড়া নজরদারি রাখতে হচ্ছে৷ নিয়মিতভাবে তটবর্তী এলাকায় নজরদারি রাখা এবং কার্যকরী পদক্ষেপ নিচ্ছে৷ কারণ যে গতিতে আছড়ে পড়বে সাইক্লোন বিপর্যয় তাতে পরিস্থিতি অত্যন্ত ভয়াল, ভয়ঙ্কর হয়ে আছে৷
advertisement
3/6
মৌসম বিভাগ বা আইএমডি জানিয়েছে গুজরাতের কচ্ছ, দ্বারকা, পোরবন্দর, জামনগর, রাজকোট, জুনাগড় ও মৌরবী জেলার ১৪ ও ১৫ তারিখ ভারী বৃষ্টির অ্যালার্ট জারি করেছে৷ সাইক্লোন বিপর্যয় ১৫ জুন কচ্ছের মাণ্ডবী ও পাকিস্তানের করাচি মধ্যে কোনও জায়গায় আছড়ে পড়বে৷
advertisement
4/6
আইএমডি ওয়েদার অ্যালার্টে বিপর্যয় -র জন্য ১৫ জুনের দুপুরে গুজরাতের মাণ্ডবী এবং পাকিস্তানের করাচির মধ্যে সমুদ্রের উপকূলভাগ দিয়ে পার করবে৷ উপকূলে ধাক্কা খাওয়ার সময় সাইক্লোনের গতি ১২৫-১৩৫ কিমি প্রতি ঘণ্টায় বয়ে যাবে৷ ধাক্কা খাওয়ার সময় সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৫০ কিমি প্রতি ঘণ্টা৷
advertisement
5/6
আইএমডি নিজেদের সাইক্লোন অ্যালার্টে জানিয়েছে আগামী ৩ দিনে সমুদ্রের পরিস্থিতি ভীষণ খারাপ হবে৷ গুজরাতে রবিবার প্রতি ঘণ্টায় ১৯৫ কিমি গতিতে হাওয়া বইবার আশঙ্কায় প্রহর গুনছে উপকূলবাসী৷
advertisement
6/6
শনিবার থেকে সাইক্লোন বিপর্যয়ের প্রভাবে তুলকালাম অবস্থা৷ জামনগরে ঝড়ের কারণে বহু গাছ ইতিমধ্যেই উপড়ে গেছে৷ ইতিমধ্যেই নিজের দিশা বদলে উত্তর পূর্ব দিকেই এগোচ্ছে৷