Cyclone Alert: বঙ্গোপসাগরে দুই দানব! বড়সড় বিপর্যয় ফোঁসফোঁস করছে, পরপর দুটি সাইক্লোনের ইঙ্গিত, হবে তোলপাড়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Cyclone Alert: ভারতের ওপর কি মেগা দুর্যোগের অশনি সংকেত৷ বঙ্গোপসাগরে দ্রুত তৈরি হচ্ছে নিম্নচাপ ক্ষেত্র৷ দুটি সাইক্লোনের একটি অতি ভয়ঙ্কর হতে পারে৷
advertisement
1/9

: ভারতের ওপর কি মেগা দুর্যোগের অশনি সংকেত৷ বঙ্গোপসাগরে দ্রুত তৈরি হচ্ছে নিম্নচাপ ক্ষেত্র৷ যদি সেটি সাইক্লোনে পরিণত হয় তাহলে তার নাম হবে সাইক্লোন মিধিলি (cyclone midhili)৷ কিন্তু এটাই যদি মনে করেন আশঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ, তাহলে ভুল ভাবছেন৷ বঙ্গোপসাগরে এমনই এক পরিস্থিতি তৈরি হয়েছে যে পরপর দুটি সাইক্লোন তৈরি হওয়ার আশঙ্কা প্রবল৷ Photo Courtesy- Windy
advertisement
2/9
এমনই আশঙ্কা প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার টাইফুন রিসার্চ সংস্থা৷ বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম প্রান্তে তৈরি হয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন৷ দক্ষিণ কোরিয়ার জেজু ন্যাশানাল ইউনিভার্সিটি-র রিসার্চ সায়েন্টিস্ট বিনীত কুমার সিং এই তথ্য জানিয়েছেন৷
advertisement
3/9
বিশেষজ্ঞের মতে এই মুহূর্তে বঙ্গোপসাগরের ওপর যা পরিস্থিতি তাতে পরপর দুটি সাইক্লোন তৈরি হওয়া সময়ের অপেক্ষা৷ এই দুটির মধ্যে যে কোনও একটি অতি ভয়ঙ্কর সাইক্লোনে পরিণত হওয়ার ক্ষমতা রাখে৷
advertisement
4/9
প্রথম নিম্নচাপটি ১৪ তারিখ অর্থাৎ আজ থেকে হওয়া শুরুহচ্ছে৷ যা দক্ষিণ আন্দামান সাগরের আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন থেকে তৈরি হওয়া শুরু হচ্ছে। আইএমডি-র ওয়েদার অ্যালার্ট অনুযায়ী এটি ১৬ তারিখ নাগাদ শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে৷
advertisement
5/9
দ্বিতীয় নিম্নচাপ অঞ্চলের একযোগে গঠন পূর্ববর্তী সিস্টেমের সঙ্গে মিথোস্ক্রিয়া হতে পারে। এই ধরণের মিথোস্ক্রিয়া ফুজিওহারা প্রভাব নামে পরিচিত আবহাওয়াবিদদের কাছে পরিচিত৷
advertisement
6/9
যাতে দুটি সামুদ্রিক ঝড় (যেমন ঝড়, সাইক্লোন, হ্যারিকেন. টাইফুন) একই এলাকায় তৈরি হয়৷ ঘূর্ণাবর্তগুলি একই দিকে ধাবিত হয়৷ তাছাড়াও একে অপরের খুব কাছ দিয়ে যায়৷
advertisement
7/9
ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন, মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) অনুসারে, "এই ঝড়গুলি নিজেদের আই অর্থাৎ কেন্দ্রের চারপাশে একটি তীব্র হিল্লোল শুরু করে৷ "
advertisement
8/9
আইএমডি-র ওয়েদার অ্যালার্ট অনুসারে বঙ্গোপসাগরের খাঁড়িতে নিম্নচাপ অঞ্চল তৈরি করার পরে ওড়িশার উপকূলবর্তী এলাকায় ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে ৬৫ প্রতি ঘণ্টার বাতাস বওয়া শুরু হবে৷ যা পরে সাইক্লোনে পরিণত হতে পারে৷
advertisement
9/9
এই সাইক্লোন বিপর্যয়ের থেকেও মারাত্মক ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা আইএমডি-র৷