Cyclone Alert: একা বিপর্যয়ে রক্ষা নেই, আসর কাঁপাতে সাগরে ফুঁসছে সাইক্লোন তেজ, হামুন, তোলপাড় কোথায়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Cyclone Alert: কোন সমুদ্রে কোন সাইক্লোন আসবে তার নাম ঠিক হবে পরপর তিনটি সাইক্লোনের আসার ওপরে৷ প্রথম যে সাইক্লোন আসবে তার নাম হবে বিপর্যয়. তারপর যথাক্রমে তেজ, ও সাইক্লোন হামুন৷
advertisement
1/7

নয়াদিল্লি: বঙ্গোপসাগর ও আরব সাগরে প্রায় পরপরই কয়েকদিনের মধ্যে তিন -তিনটি সাইক্লোন তৈরির পরিস্থিতি৷ যা ভয় দেখাচ্ছে সকলকে৷ ইউরোপিয়ান আবহাওয়া সংস্থার পক্ষ থেকে সাম্প্রতিক সাইক্লোন অ্যালার্ট জারি করা হয়েছে৷ Photo Courtesy- Youtube Grab
advertisement
2/7
তবে কোন সমুদ্রে কোন সাইক্লোন আসবে তার নাম ঠিক হবে পরপর তিনটি সাইক্লোনের আসার ওপরে৷ প্রথম যে সাইক্লোন আসবে তার নাম হবে বিপর্যয়. তারপর যথাক্রমে তেজ, ও সাইক্লোন হামুন৷
advertisement
3/7
বাংলাদেশের দেওয়া নাম বিপর্যয়, ভারতের দেওয়া নাম তেজ, তৃতীয় যে সাইক্লোনটি তৈরি হবে তা ইরানের দেওয়া নাম হামুন৷
advertisement
4/7
বিজ্ঞানীদের মতে সমুদ্রের ওপর তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় এই সময়ে তৈরি হয়, কিন্তু সেগুলি স্থলভাগের ওপর আছড়ে পড়ত না৷ কিন্তু এখন সেই পরিস্থিতি বদলে সমুদ্রের ওপর যা তৈরি হচ্ছে তার বেশিরভাগই স্থলভাগের অভিমুখে ধেয়ে আসছে৷
advertisement
5/7
বিশ্বের উষ্ণায়নের জেরে একের পর এক সাইক্লোন তৈরি হয়ে চলেছে৷ এটা শুধুমাত্র বঙ্গোপসাগর বা আরব সাগরের ক্ষেত্রে হচ্ছে তা কিন্তু নয়৷ এই পরিস্থিতি সারা বিশ্বের সমস্ত সাগরের ক্ষেত্রেই দেখা যাচ্ছে৷
advertisement
6/7
মধ্য আরব সাগরে যেটা তৈরি হচ্ছে তার ১০০ কিমি প্রতি ঘণ্টা অবধি হতে পারে এখন সম্ভবনা তৈরি হচ্ছে৷ মুম্বইয়ের কাছাকাছি যেটা তৈরি হবে পরবর্তী পর্যায়ে গুজরাতের দিকে যেতে পারে সেটার গতি ১০০ কিমি প্রতি ঘণ্টার চেয়েও বেশি শক্তিশালী হওয়ার সম্ভবনা রয়েছে৷
advertisement
7/7
বঙ্গোপসাগরের বুকে ৮ তারিখ রাত থেকে সাইক্লোনে পরিণত হতে শুরু করার সম্ভাবনা প্রবল সেই ঝড় এই মুহূর্তে রয়েছে মায়নমার ও বাংলাদেশের উপকূলে৷ তবে প্রাথমিক সম্ভাবনা অনুযায়ী এই সাইক্লোনের গতিবেগ ১০০ কিমি থেকে কম হবে৷ ৭৫ কিমি প্রতি ঘণ্টা অবধি সর্বোচ্চ গতিবেগ অবধি হতে পারে৷