'২১ দিনে কাজ হবে না' ! ভারতে কতদিন লকডাউন প্রয়োজন? জানিয়ে দিলেন গবেষকরা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বিশেষ সমীক্ষা করে, হিসেব কষে ফল জানালেন কেমব্রিজের গবেষকেরা
advertisement
1/5

বিশ্বজুড়ে করোনা ত্রাস! ভারতেও ভয়াবহ আকার নিয়েছে করোনা! সংক্রমণ রুখতে একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা, বাড়ি থেকে না বেড়নো! কাজেই গোটা দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
advertisement
2/5
১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। কিন্তু বর্তমান সমীক্ষা বলছে ২১ দিনের লকডাউন-এ কাজ হবে না! ভারতে করোনা আতঙ্ক রুখতে বাড়াতে হবে লকডাউন।
advertisement
3/5
কেমব্রিজের Department of Applied Mathematics and Theoretical Physics-এর গবেষক রাজেশ সিং ও আর অধিকারী সম্প্রতি একটি সমীক্ষা করেন, যেখানে তাঁরা বলছেন লকডাউন ২১ দিনের হলে, করোনার ফিরে আসার সম্ভাবনা রয়েছে। Representational Image
advertisement
4/5
গবেষকদের মত, ২১ দিনের লকডাউনের পর ৫ দিনের একটা বিরতি, তারপর ফের ২৮ দিনের লকডাউন হলেও করোনার ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
advertisement
5/5
গবেষকরা একটি সমীক্ষা করেছেন, যেখানে বলা হচ্ছে ২১ দিনের লকডাউনের পর, ৫ দিনের বিরতি, ফের ২৮ দিনের লকডাউন, ফের ৫ দিনের বিরতি এবং তারপর ফের ১৮ দিনের লকডাউন। এই প্রক্রিয়ায় লকডাউন মানলে, ভারতে করোনাকে রোখা সম্ভব হতে পারে বলে দাবি গবেষকদের।