TRENDING:

Coronavirus India Alert: লাগাতার বেড়েই চলেছে করোনা! বাড়ছে মৃত্যু! দেশের দৈনিক আক্রান্ত আজ কত?

Last Updated:
Coronavirus India Alert: দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা লাগাতার বেড়েই চলেছে। একদিন আগে যেটা ছিল ১৩ হাজার সেটাই শুক্রবার পেরিয়ে গিয়েছে ১৭ হাজার।
advertisement
1/7
লাগাতার বেড়েই চলেছে করোনা! বাড়ছে মৃত্যু! দেশের দৈনিক আক্রান্ত আজ কত?
ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাসের উর্ধ্বগতি। সেভাবে হাসপাতালে ভর্তির ঘটনা না ঘটলেও ফের লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণের গ্রাফ। আর তাতেই প্রশ্ন উঠছে দেশে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাই কি সত্যি হবে এবার?
advertisement
2/7
দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা লাগাতার বেড়েই চলেছে। একদিন আগে যেটা ছিল ১৩ হাজার সেটাই শুক্রবার পেরিয়ে গিয়েছে ১৭ হাজার। মৃত্যু হয়েছে ১৩ জনের।
advertisement
3/7
এর মধ্যে আবার তৎপরতা শুরু হয়েছে কেন্দ্রের। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন। কেন্দ্রীয় মন্ত্রীর এই তৎপরতা চতুর্থ ঢেউ নিয়ে আশঙ্কা আরও বাড়াচ্ছে।
advertisement
4/7
নতুন করে সংক্রমণের গতি নিয়ন্ত্রণে এবার ফের টেস্টিংয়ে জোর দিতে বলছে কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও বৈঠকে সেকথাই বলেছেন। তাঁর বক্তব্য, যেসব জেলায় সংক্রমণের হার বেশি সেসব জেলা ধরে ধরে পরীক্ষা বাড়াতে হবে।
advertisement
5/7
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া শুক্রবারের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৩৬ জন। যা গতকালের থেকে সামান্য হলেও বেশি। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ৫ হাজারের বেশি। কেরলের অবস্থাও সঙ্গীন। রাজধানী দিল্লির পরিস্থিতিও উদ্বেগজনক।
advertisement
6/7
দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৮৮ হাজার ২৮৪ জন। যা গতকালের থেকে ৪ হাজার ২৯৪ জন বেশি। দেশে অ্যাকটিভ কেসের ০.২০ শতাংশে পৌঁছে গিয়েছে। স্বাস্থ্য দফতরের রিপোর্টে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে খানিকটা কম। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৯৫৪ জন।
advertisement
7/7
পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৭ লক্ষ ৪৯ হাজার ৫৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৩ হাজার ২৯ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫৯ শতাংশ।
বাংলা খবর/ছবি/দেশ/
Coronavirus India Alert: লাগাতার বেড়েই চলেছে করোনা! বাড়ছে মৃত্যু! দেশের দৈনিক আক্রান্ত আজ কত?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল