Old Coin Value : পুরনো এই ২ টাকার কয়েনেই রাতারাতি হতে পারেন লাখোপতি! জানুন কীভাবে...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Old Coin Value : আজকের দিনে দাঁড়িয়ে একটি ২ টাকার নোট বা কয়েনের (2 rupee coin) প্রায় কোনও মূল্যই নেই। কিন্তু এই রকম একটি কয়েন আপনাকে রাতারাতি কয়েক লক্ষ টাকার মালিক করে দিতে পারে!
advertisement
1/6

একটা সময় ছিল যখন সামান্য একটা ২ টাকার নোট নিয়ে গিয়েও ব্যাগ ভর্তি বাজার আনা যেত। সেসব গল্প অনেকেই শুনে থাকবেন বাড়ির বড়দের কাছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটি ২ টাকার নোট বা কয়েনের (2 rupee coin) প্রায় কোনও মূল্যই নেই। কিন্তু জানেন কি এই রকম একটি কয়েন আপনাকে রাতারাতি কয়েক লক্ষ টাকার মালিক করে দিতে পারে!
advertisement
2/6
কিন্তু কীভাবে? বলাই বাহুল্য, যে কোনও ২ টাকার কয়েন থাকলে হবে না। আপনার কাছে থাকতে হবে একটি বিশেষ কয়েন। ১৯৯৪ সালে তৈরি সেই কয়েনের পিছন দিকে ভারতের তেরঙা। এই বিশেষ কয়েনটির মূল্য Quickr ওয়েবসাইটে ৫ লক্ষ টাকা!
advertisement
3/6
কেবল এই কয়েনটিই নয়, এই ধরনের ওয়েবসাইটে আরও নানা ধরনের নোট বা কয়েনের বিনিময়ে মিলতে পারে প্রচুর টাকা। পরাধীন ভারতবর্ষের একটি এক টাকার রুপোর কয়েন, যেটিতে মহারানি ভিক্টোরিয়ার ছবি রয়েছে তা বিক্রি হয় ২ লক্ষ টাকায়। ১৯১৮ সালের একটি কয়েন, যেটিতে পঞ্চম জর্জের আমলের সেটি বিক্রি হয়েছিল ৯ লক্ষ টাকায়।
advertisement
4/6
কেবল ওই ওয়েবসাইটই নয়, CoinBazzar ওয়েবসাইটেও নাম নথিভুক্ত করতে পারেন। নাম, ই-মেইল ও পুরো ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করানোর পরে সেখানে আপনার কাছে থাকা দুষ্প্রাপ্য় কয়েনের ছবি আপলোড করতে পারেন।
advertisement
5/6
তবে কিছু সতর্কতাও রয়েছে। সম্প্রতি আরবিআই সতর্কতা জারি করে জানিয়েছে অনলাইনে এইসব পুরনো কয়েন বা টাকার বিকিকিনি করার সময় প্রতারকের পাল্লায় না পড়তে।
advertisement
6/6
অনেকে জাল টাকাও আপলোড করে। বা অন্য ধরনের প্রতারণার ফাঁদ পাতে আরবিআইয়ের নাম বা লোগো ব্য়বহার করতে। তাই সকলকে এই ধরনের কেনাবেচার ক্ষেত্রে সতর্ক থাকতে আরজি জানিয়েছে আরবিআই। প্রতীকী ছবি ৷