TRENDING:

Covid 19 Third Dose Vaccine: ওমিক্রন আতঙ্কের মধ্যেই ভ্যাকসিনের তৃতীয় ডোজ? আগামী মাসেই সিদ্ধান্ত নেবে কেন্দ্র

Last Updated:
সাধারণত যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদেরকেই অতিরিক্ত একটি ডোজ দেওয়া হয়৷ আর যাঁরা সুস্থ, তাঁদেরকে দেওয়া হয় বুস্টার ডোজ (Covid 19 Third Dose Vaccine)৷
advertisement
1/7
ওমিক্রন আতঙ্কের মধ্যেই ভ্যাকসিনের তৃতীয় ডোজ? আগামী মাসেই সিদ্ধান্ত নেবে কেন্দ্র
ওমিক্রন ভ্যারিয়্যান্ট নিয়ে আতঙ্কের মধ্যেই করোনা ভ্যাকসিনের তৃতীয় ডোজ নিয়ে আগামী দু' থেকে তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ সূত্রের খবর তৃতীয় অথবা বুস্টার ডোজ নিয়ে সরকারের নীতি নির্ধারণ করতে কাজ চালাচ্ছে বিশেষজ্ঞদের একটি গ্রুপ৷
advertisement
2/7
যাঁদের প্রতিরোধ ক্ষমতা কম তাঁদের তৃতীয় ডোজের প্রয়োজন কি না, অথবা যাঁরা সুস্থ তাঁদেরও বুস্টার ডোজ প্রয়োজন কি না, সেক্ষেত্রে তৃতীয় ডোজ কবে দিতে হবে? পাশাপাশি, বুস্টার ডোজ কাদের দেওয়া প্রয়োজন, দ্বিতীয় এবং তৃতীয় ডোজের মধ্যে কতদিনের ফারাক হবে, ভ্যাকসিন নিয়ে নীতি নির্ধারণের সময় এসব কিছু নিয়েও আলোচনা হবে৷
advertisement
3/7
সূত্রের খবর অনুযায়ী, সাধারণত যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদেরকেই অতিরিক্ত একটি ডোজ দেওয়া হয়৷ আর যাঁরা সুস্থ, তাঁদেরকে দেওয়া হয় বুস্টার ডোজ৷
advertisement
4/7
যাঁরা ক্যান্সারের মতো রোগে আক্রান্ত অথবা যাঁদের অঙ্গ প্রতিস্থাপন করাতে হয়েছে, দু'টি ডোজের ভ্যাকসিনে তাঁদের করোনার বিরুদ্ধে পর্যাপ্ত প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে না৷ সেক্ষেত্রে এই ধরনের মানুষকে তৃতীয় ডোজ দেওয়া প্রয়োজন৷
advertisement
5/7
আন্তর্জাতিক বিমানযাত্রীদের জন্য বিভিন্ন বিধিনিষেধ চালু থাকলেও আশঙ্কা করা হচ্ছে যে ওমিক্রন ভ্যারিয়্যান্ট বিশ্বের একটা বড় অংশে ছড়িয়ে পড়েছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফেও ইতিমধ্যে ওমিক্রনকে অত্যন্ত বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে, বিভিন্ন দেশকেও এই ভ্যারিয়্যান্টের প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে৷
advertisement
6/7
ওমিক্রন ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন দেশ বুস্টার ডোজ চালু করা নিয়ে তৎপরতা বাড়িয়েছে৷ যুক্তরাজ্যের একটি পরামর্শদাতা সংস্থার তরফে সমস্ত প্রাপ্তবয়স্কদেরই তৃতীয় ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷ পাশাপাশি ১২ থেকে ১৫ বছর বয়সি শিশুদের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে বলা হয়েছে৷
advertisement
7/7
আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনও বুস্টার ডোজ নেওয়ার সুপারিশ করেছে৷ প্রত্যেককেই বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছে তারা৷
বাংলা খবর/ছবি/দেশ/
Covid 19 Third Dose Vaccine: ওমিক্রন আতঙ্কের মধ্যেই ভ্যাকসিনের তৃতীয় ডোজ? আগামী মাসেই সিদ্ধান্ত নেবে কেন্দ্র
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল