advertisement
1/5

সিবিএসই বোর্ডের লাখ লাখ পড়ুয়া এই খবরটির জন্যই মাসখানেক ধরে অপেক্ষা করছেন ৷ রেজাল্ট বেরনোর তারিখ নিয়ে সাধারণত এই সময় গুজবই রটে ৷ বোর্ডের তরফে বারবার পড়ুয়াদের বিভ্রান্তমূলক খবরে কান দিতে বারণ করা হয় ৷ তবে এখানে কোনও গুজবের কথা হচ্ছে না ৷ CBSE Class 10th এবং CBSE Class 12th Result-এর তারিখ জানিয়েছেন স্বয়ং সিবিএসই বোর্ড চেয়ারম্যান অনিতা করবাল ৷
advertisement
2/5
ছাত্রদের স্বস্তি দিয়ে বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন, সিবিএসই দশম শ্রেণী ও সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হতে পারে ১২ মে থেকে ১৭ মে-এ মধ্যে ৷ Representive Image
advertisement
3/5
তবে সঙ্গে সঙ্গে সিবিএসই বোর্ডের তরফে এটাও জানানো হয়েছে যে, কোনও কারণে ওই নির্ধারিত দিনে রেজাল্ট না বেরিয়ে কিছু বিলম্বও হতে পারে ৷ তবে মে মাস শেষ হওয়ার আগেই ফল ঘোষণার জন্য জোর দিচ্ছে বোর্ড ৷Photo: News 18
advertisement
4/5
তবে বোর্ড সূত্রে খবর, প্রথমে ঘোষিত হবে দ্বাদশ শ্রেণীর রেজাল্ট৷ তার দু’দিনের মধ্যেই প্রকাশিত হবে দশম শ্রেণীর ফল ৷ রেজাল্ট জানার জন্য ক্লিক করুন cbseresults.nic.in
advertisement
5/5
এর আগে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া ইন্টারভিউতে বোর্ডের তরফে জানানো হয়েছিল, ১৩ মে থেকে ১৭ মে -এর মধ্যে বেরতে পারে সিবিএসই রেজাল্ট ৷ Representational Image