TRENDING:

6 Cauliflower in One Plant: কাণ্ডটা কী! একটা ফুলকপি গাছে ফলেছে ৬ টি কপি, নিমেষে Viral

Last Updated:
6 Cauliflower in One Plant: এভাবে একটি গাছে ৬ টি ফুলকপি (6 cauliflower in one plant) দেখে সকলেই ভারী অবাক হয়ে গেছেন৷
advertisement
1/5
কাণ্ডটা কী! একটা ফুলকপি গাছে ফলেছে ৬ টি কপি, নিমেষে ভাইরাল
#লখনউ: উত্তরপ্রদেশের শাহজাহানপুরের এক কৃষক (farmer) নিজের কৃষিজমিতে এক অদ্ভুত ফুলকপি (Cauliflower) চাষ করেছেন৷ একটি ফুলকপি গাছে একসঙ্গে ৬ টি ফুলকপি (6 cauliflower) হয়েছে! এভাবে একটি গাছে ৬ টি ফুলকপি (6 cauliflower in one plant) দেখে সকলেই ভারী অবাক হয়ে গেছেন৷ আর এইরকম আজব ফুলকপি নিয়ে শুধু উত্তরপ্রদেশের শাহজাহানপুরেই আলোচনা হচ্ছে তা নয় এর চর্চা বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে৷ অন্য অন্য জায়গা থেকে মানুষজন এভাবে একটা গাছে ৬ টি ফুলকপি দেখতে জড়ো হচ্ছেন৷
advertisement
2/5
এই ফুলকপির (Cauliflower) ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral)৷ সাধারণ মানুষই নন, বিজ্ঞানীরাও অবাক এই ফুলকপি নিয়ে আলোচনায় বসেছেন৷ এই বিশেষ ফুলকপিটিকে নিয়ে তাঁরা রিসার্চ করছেন৷
advertisement
3/5
সাধারণত শীতকালের খুবই জনপ্রিয় এই সব্জি৷ ফুলকপি (Cauliflower) খেতে প্রচুর মানুষ খুব ভালোবাসেন৷ শীতের শুরু থেকেই বাজারে প্রচুর পরিমাণে এই ফুলকপি পাওয়া যায়৷ সাধারণত একটি ফুলকপি গাছ থেকে একটিই ফুলকপি হয়৷ কিন্তু এই উত্তরপ্রদেশের শাহজাহানপুরের বাসিন্দা কৃষক হরি শরণ বাজপেয়ির ফুলকপি গাছে ৬ টি ফুলকপি (6 cauliflower in one plant) সকলকে আশ্চর্যচকিত করে দিয়েছে৷ সাধারণ দর্শক যাঁরা এই কপির গল্প শুনে দেখতে আসছেন তাঁদের সকলেরই বক্তব্য জীবনে তাঁরা কখনও এরকম ৬ টি ফুলকপি (6 cauliflower) একটি গাছে কখনই দেখেননি৷
advertisement
4/5
কৃষক (farmer) শরণ বাজপেয়ি জানিয়েছেন তাঁর ফার্মে প্রচুর ফুলকপি (Cauliflower) চাষ হয়েছে কিন্তু এই ভাইরাল কপিটির ক্ষেত্রেই গাছ থেকে অনেক শাখা বেরিয়েছে এবং তারপরেই এভাবে ৬ টি কপি (6 cauliflower in one plant) তৈরি হয়েছে৷ এই একটি গাছে ৬ টি ফুলকপির (6 cauliflower) ছবি ও ভিডিও ভাইরাল (Viral) হওয়ার পর তিনি বলেছেন এভাবে যদি প্রতিটা গাছেই এরকম হয় তাহলে কৃষকদের ৫ গুণ বেশি লাভ হবে৷
advertisement
5/5
কৃষি বিজ্ঞানীদের মতে গাছে মিউটেশন হয়েছে৷ তাঁরাও বলেছেন ফুলকপির এই নতুন প্রজাতি যদি চাষ করা যায় তাহলে কৃষকদের লাভ এক ধাক্কায় বহুগুণ বেড়ে যাবে৷
বাংলা খবর/ছবি/দেশ/
6 Cauliflower in One Plant: কাণ্ডটা কী! একটা ফুলকপি গাছে ফলেছে ৬ টি কপি, নিমেষে Viral
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল