Bettiah Cash recovered: আবার উদ্ধার টাকার পাহাড়! হাতে গোনা গেল না, আনতে হল মেশিন! অভিযুক্ত সরকারি আধিকারিক
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Bettiah Cash recovered: আবারও উদ্ধার টাকার পাহাড়। এবার স্পেশাল ভিজিলেন্স ইউনিট জেলা শিক্ষা আধিকারিকের ঠিকানায় অভিযান চালায়। খালি টাকা আর টাকা, গুনতে আনতে হল মেশিন।
advertisement
1/7

আবারও উদ্ধার টাকার পাহাড়। এবার বিহারে, অভিযুক্ত সরকারি আধিকারিক। বিহারের স্পেশাল ভিজিলেন্স ইউনিট বৃহস্পতিবার বেতিয়ার জেলা শিক্ষা আধিকারিকের ঠিকানায় অভিযান চালায়।
advertisement
2/7
আয় থেকে বেশি সম্পত্তির মামলা নিয়েই এই অভিযান চালানো হয়েছে। বিহারের বেতিয়ার জেলা শিক্ষা আধিকারিক রজনীকান্ত প্রবীণের বিভিন্ন ঠিকানায় স্পেশাল ভিজিলেন্স ইউনিট টাকার পাহাড় উদ্ধার করেছে।
advertisement
3/7
হাতে গোনা যায়নি এত পরিমাণ টাকা উদ্ধার করা হয়। তারপরে টাকা গোনার মেশিন আনা হয়েছে। স্পেশাল ভিজিলেন্স ইউনিট বেতিয়া ছাড়াও দরভাঙ্গা এবং সমস্তিপুরে অভিযান চালিয়েছে।
advertisement
4/7
২০০৫ সাল থেকে অভিযুক্ত রজনীকান্ত প্রবীণ জেলা শিক্ষা আধিকারিক পদে কর্মরত রয়েছেন। এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে আয় বহিরর্ভূত বহু টাকা উদ্ধার করা হয়েছে এলাকা থেকে।
advertisement
5/7
অভিযুক্তের মোট সম্পত্তির মোট আনুমানিক মূল্য ₹১,৮৭,২৩,৬২৫ টাকা। যা তার বৈধ আয়ের উৎস থেকে অনেক বেশি। তাঁর মোট বৈধ আয় ₹২,৫২,০০,০০০ টাকা এবং খরচ ₹১,৪৬,৩১,৪০০ টাকা। তাই তাঁর দ্বারা বৈধভাবে সঞ্চিত অর্থ ₹১,০৫,৬৮,৬০০ হতে পারে।
advertisement
6/7
রজনীকান্ত প্রবীণ এবং তার পরিবারের নামে স্থাবর-অস্থাবর সম্পত্তির মোট মূল্য ₹২,৯২,৯২,২২৫ টাকা। এই সম্পত্তি অবৈধ এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত বলে মনে করছে পুলিশ।
advertisement
7/7
রজনীকান্ত প্রবীণের কাছে আয়ের থেকে বেশি এক কোটি ৮৭ লাখের বেশি সম্পত্তি পাওয়া গেছে। এই বিষয়ে তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮ (সংশোধিত ২০১৮) এর ধারা ১৩(১)(b), ১৩(২) এবং ১২ এবং BNS ২০২৩ এর ধারা ৬১(২)(a) এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।