India Bangladesh: ভারতের বাজেটে বাংলাদেশের জন্য কত টাকা বরাদ্দ? তিক্ততার জেরে কি কমল টাকার পরিমাণ, দেখুন তালিকা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মূলত প্রতিবেশী দেশগুলিতে জলবিদ্যুৎ প্রকল্প, বিদ্যুৎ বণ্টন, রাস্তাঘাট, বাড়িঘর, সেতু নির্মাণের মতো প্রকল্পের কাজের জন্য এই অনুদান দেয় ভারত সরকার৷
advertisement
1/9

প্রতি বছরের মতো এবারের বাজেটেও প্রতিবেশী সহ বিভিন্ন দেশের জন্য কেন্দ্রীয় বাজেটে আর্থিক বরাদ্দ করা হয়েছে৷ বিদেশমন্ত্রকের মাধ্যমেই অন্যান্য দেশগুলিকে এই আর্থিক অনুদান দেয় কেন্দ্রীয় সরকার৷ এবারের বাজেটে যে দেশগুলিকে অনুদানের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে, সেই তালিকায় রয়েছে বাংলাদেশও৷
advertisement
2/9
মূলত প্রতিবেশী দেশগুলিতে জলবিদ্যুৎ প্রকল্প, বিদ্যুৎ বণ্টন, রাস্তাঘাট, বাড়িঘর, সেতু নির্মাণের মতো প্রকল্পের কাজের জন্য এই অনুদান দেয় ভারত সরকার৷
advertisement
3/9
গত কয়েকমাসে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশই তিক্ত হয়েছে৷ ভারতকে এড়িয়েই চিন এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে বাংলাদেশের মহম্মদ ইউনূস সরকার৷ তা সত্ত্বেও বাজেটে কিন্তু বাংলাদেশের জন্য অর্থ বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷
advertisement
4/9
২০২৫-২৬ অর্থবর্ষে বাংলাদেশকে দেওয়ার জন্য অনুদান বাবদ কেন্দ্রীয় বাজেটে ১২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ গতবারও এই একই পরিমাণ অর্থই বরাদ্দ করা হয়েছিল৷ ফলে সম্পর্ক তিক্ত হলেও বাংলাদেশেরে অনুদান কমায়নি নরেন্দ্র মোদি সরকার৷
advertisement
5/9
গত বাজেটের মতোই এবারের বাজেটেও প্রতিবেশী দেশগুলির মধ্যে সবথেকে বেশি আর্থিক বরাদ্দ করা হয়েছে৷ ভুটানের জন্য এ বছর ২১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ গতবছর যা ছিল ২০৬৮ কোটি টাকা৷
advertisement
6/9
বাংলাদেশের মতোই মাঝে কিছু দিন মলদ্বীপের সঙ্গেও ভারতের সম্পর্কে চিড় ধরেছিল৷ পরে অবশ্য দূরত্ব মেটাতে উদ্যোগী হয় মলদ্বীপ সরকার৷ এবারের বাজেটে মলদ্বীপের জন্য অনুদানের পরিমাণ ৪০০ কোটি থেকে বাড়িয়ে ৬০০ কোটি করা হয়েছে৷
advertisement
7/9
তবে আফগানিস্তানের বাজেট বরাদ্দ কমেছে এবারের বাজেটে৷ গত বছর আফগানিস্তানের জন্য বরাদ্দ করা হয়েছিল ২০০ কোটি টাকা৷ এ বছর তা কমে হয়েছে ১০০ কোটি৷
advertisement
8/9
২০২৪-২৫ সালের বাজেটে মায়ানমারের জন্য ২৫০ টাকা বরাদ্দ করেছিল বিদেশমন্ত্রক৷ এবার সেই অনুদানের পরিমাণ বাড়িয়ে করা হয়েছে ৩৫০ কোটি৷
advertisement
9/9
গত বছরের মতো এ বছরও নেপালের জন্য ৭০০ কোটি টাকাই বরাদ্দ করা হয়েছে বাজেটে৷ শ্রীলঙ্কার অনুদানের পরিমাম ২৪৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা হয়েছে৷