TRENDING:

#Budget2020: বাজেটে বড় ঘোষণা আয়করে ছাড়, বহুগুণ বাড়তে পারে আপনার আয়

Last Updated:
৫ লাখের বদলে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫% করের প্রস্তাব পেশ করা হয়েছে ৷
advertisement
1/7
#Budget2020: বাজেটে বড় ঘোষণা সম্ভাবনা, এতে কয়েক গুণ বাড়তে পারে আপনার আয়
দেশের অর্থনীতি তলানিতে ৷ বাড়ছে বেকারত্বের হার ৷ এহেন পরিস্থিতিতে দুঃখ ভোলাতে নির্মলা সীতারমণের দাওয়াই আয়কর ছাঁটাই ৷ আসন্ন বাজেটে মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর অপেক্ষা করছে ৷ আয়করে বিপুল ছাড়ের সম্ভাবনা ৷ বাজেটে আয়করে বড়সড় ছাড় দিতে চলেছে মোদি সরকার বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর, ২০২০-২১ অর্থবর্ষে আয়করের স্ল্যাবে বিপুল পরিবর্তন হতে চলেছে ৷
advertisement
2/7
৫ লাখের বদলে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫% করের প্রস্তাব পেশ করা হয়েছে ৷ ৭-১০ লক্ষ টাকা আয়ে দিতে হবে ১০% কর ৷ এর ফলে আয়করদাতাদের বিপুল টাকা সঞ্চয় বাড়তে চলেছে ৷ বর্তমানে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত ৷ এখন ৫-১০ লক্ষ আয়ে ২০% কর ৷ এখন ১০ লক্ষের বেশি আয়ে ৩০% কর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/7
নতুন প্রস্তাবিত কর কাঠামো অনুযায়ী, ৫ লাখের ট্যাক্সস্ল্যাবের উর্ধ্বসীমা বাড়িয়ে ৭ লাখ করা হতে চলেছে ৷ অর্থাৎ ৭ লাখ টাকা আয় যার তাঁকে এখন ২০ শতাংশের বদলে কর দিতে হবে মাত্র ৫ শতাংশ ৷ ৭ লাখ টাকা আয় যার, তাঁকে বর্তমানে কর দিতে হয় ৫২,৫০০ টাকা ৷ প্রস্তাবিত কর কাঠামো লাগু হওয়ার পর কর দিতে হবে মাত্র ২২,৫০০ টাকা ৷ অর্থাৎ সঞ্চয়ের পরিমাণ বা বাড়তি আয় হবে ৩০ হাজার টাকা ৷
advertisement
4/7
নতুন প্রস্তাবিত কর কাঠামোর দ্বিতীয় স্ল্যাব হতে চলেছে ৭ থেকে ১০ লাখ টাকা ৷ যার জন্য কর দিতে হবে ১০ শতাংশ ৷ অর্থাৎ ১০ লাখ টাকা ট্যাক্সেবল ইনকাম যার, তাঁকে এরপর কর হিসেবে দিতে হবে ৫২, ৫০০ টাকা ৷ ২০১৯-২০ অর্থবর্ষে তাঁকে কর দিতে হয় ৮৫,৫০০ টাকা ৷ অর্থাৎ হাতে থাকছে বাড়তি ৩৩ হাজার টাকা ৷
advertisement
5/7
অর্থমন্ত্রক সূত্রে খবর, নতুন প্রস্তাবিত কর কাঠামোর দ্বিতীয় স্ল্যাব হতে পারে ৭ থেকে ১২ লাখ টাকাও ৷ যার জন্য কর দিতে হবে ১০ শতাংশ ৷ অর্থাৎ ১২ লাখ টাকা আয় যার, তাঁকে কর দিতে হবে ৭২,৫০০ টাকা ৷ বর্তমানে কর দিতে হয় ১,৭৯,৪০০ টাকা ৷ অর্থাৎ সঞ্চয়ের পরিমাণ প্রায় ১ লাখ ৬৯ হাজার টাকা ৷
advertisement
6/7
১০ থেকে ২০ লাখ টাকার উপর ২০ শতাংশ কর আরোপের প্রস্তাব অর্থমন্ত্রকের ৷ অর্থাৎ ২০ লাখ টাকা আয় করে এমন ব্যক্তিকে ৪,২৯,০০০ টাকার বদলে কর দিতে হবে মাত্র ২ লাখ ৫২ হাজার টাকা ৷ অর্থাৎ পকেটে আসতে চলেছে এক লাখ ৭৭ হাজার টাকা ৷
advertisement
7/7
এছাড়াও ২০ লাখ থেকে ১০ কোটি টাকা বার্ষিক আয় যাদের তাদের উপর থেকেও ট্যাক্সের বোঝা কমাতে চলেছে কেন্দ্র ৷ সূত্র বলছে, ২০ লাখ থেকে ১০ কোটি টাকা আয় করলে দিতে হবে ৩০ শতাংশ ট্যাক্স ৷ ১০ কোটি টাকার বেশি আয় করলে এবার থেকে জমা দিতে আয়ের ৩৫ শতাংশ কর ৷
বাংলা খবর/ছবি/দেশ/
#Budget2020: বাজেটে বড় ঘোষণা আয়করে ছাড়, বহুগুণ বাড়তে পারে আপনার আয়
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল