TRENDING:

Flight: ১৯ তারিখ থেকে বিমানে উঠলেই হবে হামলা! যাত্রীদের বেনজির হুমকি, নেপথ্যে কে?

Last Updated:
Gurpatwant Pannun Threat's to Air India passengers: 1984 সালের শিখ বিরোধী দাঙ্গার 40তম বার্ষিকীর আগে ফ্লাইটে চড়ার ক্ষেত্রে আন্তর্জাতিক যাত্রীদের হুমকি দিয়েছেন পান্নুন। (Sikhs for Justice) SFJ- এর প্রতিষ্ঠাতা সাফ জানালেন, 19 নভেম্বরের পরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে হামলা হতে পারে।
advertisement
1/6
১৯ তারিখ থেকে বিমানে উঠলেই হবে হামলা! যাত্রীদের বেনজির হুমকি, নেপথ্যে কে?
দেশের বিভিন্ন বিমানে বোমার আতঙ্কে অস্থির যাত্রীরা। এই আবহে দেশের এক বেসরকারি বিমান সংস্থায় ওঠার ক্ষেত্রে আন্তর্জাতিক যাত্রীদের হুমকি দিলেন খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী গুরপতবন্ত সিং পান্নুন (Khalistani separatist Gurpatwant Singh Pannun)।
advertisement
2/6
1984 সালের শিখ বিরোধী দাঙ্গার 40তম বার্ষিকীর আগে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে চড়ার ক্ষেত্রে আন্তর্জাতিক যাত্রীদের হুমকি দিয়েছেন পান্নুন। (Sikhs for Justice) SFJ- এর প্রতিষ্ঠাতা সাফ জানালেন, 19 নভেম্বরের পরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে হামলা হতে পারে।
advertisement
3/6
মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার দ্বৈত নাগরিকত্বের অধিকারী পান্নুনকে দেশদ্রোহিতা ও বিচ্ছিন্নতাবাদের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২০ সালের জুলাই থেকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করেছে। “এয়ার ইন্ডিয়ায় সফর করবেন না। …আমরা শিখ ‘পন্থ’কে এয়ার ইন্ডিয়ায় উড়তে বারণ করেছি। 19 নভেম্বর থেকে বিশ্বব্যাপী অবরোধ হবে। এয়ার ইন্ডিয়াকে পরিষেবা দিতে দেওয়া হবে না। শিখ 'পন্থ', 19 নভেম্বরের পরে এয়ার ইন্ডিয়াতে ভ্রমণ করবেন না", বলেন পান্নুন।
advertisement
4/6
ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) দ্বারা একাধিক মামলায় অভিযুক্ত পান্নুন ভারতের জাতীয় পতাকার অবমাননা করেছেন বলে অভিযোগ। এবং বেশ কয়েকবার ভারতীয় কূটনীতিকদের হুমকিও দিয়েছেন। ২০২৩ সালে এই সময়ে একই ধরনের হুমকি দিয়েছিলেন তিনি। সূত্রের খবর, পান্নুন মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় ভারতবিরোধী প্রচারের জন্য তাঁর প্রবেশাধিকারের অপব্যবহার করেন।
advertisement
5/6
শীর্ষ গোয়েন্দা সূত্র নিউজ 18 কে জানিয়েছে, যে পান্নুন একটি অভিবাসন র‌্যাকেট চালাচ্ছেন। তাঁর কৌশল দেখে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইও তাঁর সঙ্গে যোগাযোগ করছে। প্রথম দিকে পান্নুন তাদের সঙ্গে সম্পর্ক অস্বীকার করলেও পরে তিনি লন্ডনে পাকিস্তান হাই কমিশনের কাশ্মীর দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে আসেন।
advertisement
6/6
সূত্র জানায়, পান্নুন আইএসআই (ISI) থেকে টাকা পান, নিরীহ যুবকদের কাছ থেকেও আসে কিছু অর্থ এবং যুদ্ধের নামে আলাদা অনুদানও পান। তিনি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার অনেক গুরুদ্বারকে ভারত বিরোধী মনোভাবের ক্ষেত্র বানিয়ে ফেলেছেন বলেও অভিযোগ।
বাংলা খবর/ছবি/দেশ/
Flight: ১৯ তারিখ থেকে বিমানে উঠলেই হবে হামলা! যাত্রীদের বেনজির হুমকি, নেপথ্যে কে?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল