TRENDING:

Blood bank: হাজার হাজার টাকায় ‘রক্ত বিক্রি’ আর নয়! নেওয়া যাবে না বাড়তি টাকা, আগে জানুন নয়া নিয়ম

Last Updated:
যে কোনও বেসরকারি হাসপাতালে রক্ত দিতে হলে ব্লাড ডোনার নিয়ে যেতে হয়৷ যদি তা না পাওয়া যায়, তবে প্রত্যেক রক্তের ব্যাগ পিছু কমপক্ষে ২০০০ থেকে ৬০০০ টাকা দিতে হয়৷
advertisement
1/9
হাজার হাজার টাকায় ‘রক্ত বিক্রি’ আর নয়! নেওয়া যাবে না বাড়তি টাকা, জানুন নয়া নিয়ম
পরিবারের কারওকে রক্ত দেওয়ার প্রয়োজন হলে সেই রক্ত জোগাড় করতে চূড়ান্ত হয়রানির মুখোমুখি হননি, এমন মানুষ বোধহয় খুব কমই রয়েছেন৷ শুধু তাই নয়, রক্ত জোগাড় করতে গিয়ে রক্ত ‘কিনতে’ হয়েছে এমন নজিরও প্রচুর৷ কিন্তু, এবার সরকারের নতুন নিয়মে চিরতরে বন্ধ হতে চলেছে এই সমস্যা৷
advertisement
2/9
যে কোনও বেসরকারি হাসপাতালে রক্ত দিতে হলে ব্লাড ডোনার নিয়ে যেতে হয়৷ যদি তা না পাওয়া যায়, তবে প্রত্যেক রক্তের ব্যাগ পিছু কমপক্ষে ২০০০ থেকে ৬০০০ টাকা দিতে হয়৷
advertisement
3/9
তার উপরে রক্তের ঘাটতি থাকলে বা বিরল ব্লাড গ্রুপের রক্ত প্রয়োজন হলে, রক্তের ব্যাগ পিছু সেই দাম ১০ হাজার টাকা পর্যন্ত হয়ে যেতে পারে৷
advertisement
4/9
এবার দীর্ঘদিন ধরে প্রচলিত এই ‘রক্ত বিক্রি’র বিষয়টিকে চিরতরে বন্ধ করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে কেন্দ্র৷
advertisement
5/9
সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)-এর নতুন বৈঠকে স্থির হয়েছে নয়া বিধি৷ সেখানে জানানো হয়েছে, কোনও ভাবে কোনও রক্তের বোতল পিছু কোনও টাকা নেওয়া যাবে না৷ কেউ তা নিলে, সেটা হবে বেআইনি৷
advertisement
6/9
গাইডলাইনে বলা হয়েছে, রক্ত বা রক্তকণিকা বা প্লাজমার জন্য যা প্রসেসিং ফি, অর্থাৎ, ২৫০ থেকে ১৫৫০ টাকা, সেটাই শুধু মাত্র দিতে হবে রোগী বা রোগীর আত্মীয়দের৷
advertisement
7/9
CDSCO ভারতজুড়ে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দিষ্ট নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে৷ সেই নির্দেশিকায় জানানো হয়েছে, পরিবর্তিত গাইডলাইন অনুযায়ী, রক্ত এবং রক্তের যে কোনও উপাদানের ক্ষেত্রে প্রসেসিং ফিস ছাড়া আর কিছুই নেওয়া যাবে না৷
advertisement
8/9
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে জারি করা নির্দেশিযকায় স্পষ্ট জানানো হয়েছে, ওষুধ পরামর্শদাতা কমিটির ৬২তম সভায় বিশেষজ্ঞদের প্যানেলে এই অবস্থান গৃহীত হয়েছে যে ‘রক্ত বিক্রির জন্য নয়৷’
advertisement
9/9
ন্যাশনাল থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ডাঃ জেএস অরোরা বলেন, “এই সিদ্ধান্ত কিছু কর্পোরেট হাসপাতালের অত্যধিক মূল্যের অভ্যাস রোধে সাহায্য করবে”।
বাংলা খবর/ছবি/দেশ/
Blood bank: হাজার হাজার টাকায় ‘রক্ত বিক্রি’ আর নয়! নেওয়া যাবে না বাড়তি টাকা, আগে জানুন নয়া নিয়ম
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল