TRENDING:

Bizzare News: ৭ মাসের শিশুর পেটে সন্তানের ভ্রূণ, কী করে প্রেগন্যান্ট হয়ে গেল, চিকিৎসক যা বললেন...

Last Updated:
Bizzare News: হঠাৎই সন্তানের পেটের আকার পরিবর্তিত শুরু করতেই হতবাক মা-বাবা...
advertisement
1/7
৭ মাসের শিশুর পেটে সন্তানের ভ্রূণ, কী করে প্রেগন্যান্ট হয়ে গেল,চিকিৎসক যা বললেন
: উত্তরাখণ্ডের দেরাদুনে একটি চমকপ্রদ ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে সাত মাসের শিশুর পেটে একটি মানব ভ্রূণ জন্ম নিয়েছে। না কোনও ভুয়ো হাওয়ায় ভাসা তথ্য নয়৷ এই ঘটনা ঘটেছে৷ Photo- Representative
advertisement
2/7
সাত মাসের শিশুর পেটের আকার আকৃতির পরিবর্তন হতে শুরু করাতেই চমকে যান পরিবারের সদস্যরা৷ হঠাৎ করেই শিশুটির পেট বাড়তে শুরু করে, যার জেরে চিন্তিত পরিবারের সদস্যরা। Photo- Representative
advertisement
3/7
তারা শিশুটিকে চিকিৎসকের কাছে দেখালে জানা যায় শিশুটির পেটে একটি ভ্রূণ রয়েছে। তবে অপারেশনের পর শিশুটির পেট থেকে মানব ভ্রুণ বের করা হয়েছে। বিষয়টি সম্পর্কে চিকিৎসকরা বলছেন, এই ধরনের ঘটনাকে বলা হয় "Foetus in Fetu"- অর্থাৎ ভ্রূণের মধ্যে ভ্রূণ৷  যা কয়েক লক্ষ শিশুর মধ্যে একজনের ক্ষেত্রে ঘটতে পারে৷ Photo- Representative
advertisement
4/7
লাইভ হিন্দুস্তানের রিপোর্ট অনুসারে, দেরাদুনের স্বামী হিমালয়ান মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক সার্জন ডক্টর সন্তোষ সিং মামলার তথ্য দিতে গিয়ে বলেন, '‘৭ মাস বয়সী শিশুটির বাবা-মা তাকে এখানে নিয়ে এসেছিলেন। Photo- Representative
advertisement
5/7
হঠাৎই ওই শিশুর পেটের আকার বৃদ্ধি হয়ে যাচ্ছিল৷ প্রাথমিক তদন্তে আমরা অনুভব করেছি যে শিশুটির পেটে কিছু অস্বাভাবিক পিণ্ড রয়েছে। কিন্তু এক্স-রে করালে দেখা যায় শিশুটির পেটে একটি ভ্রূণ রয়েছে।’’ Photo- Representative
advertisement
6/7
এরপর চিকিৎসক আরও বলেছেন,  ‘‘তার পরিবারের সদস্যদের বলা হয় অস্ত্রোপচার করাতে হবে, তার প্রস্তুতি শুরু করতে। এরপর অপারেশনের মাধ্যমে ভ্রূণ বার করা হয়। এখন শিশুটি সম্পূর্ণ সুস্থ।’’ Photo- Representative
advertisement
7/7
ডাক্তাররা বলছেন যে "Foetus in Fetu" অর্থাৎ ভ্রূণের মধ্যে ভ্রূণের বিকাশের এটি একটি অস্বাভাবিক ঘটনা। এতে, ভ্রূণ বিকাশের সময়, কিছু অজানা কারণে, একটি ভ্রূণ অন্য ভ্রূণের ভিতরে বিকাশ শুরু করে। মাতৃগর্ভেই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এটি শনাক্ত করা যায়। কিন্তু এখনও বেশির ভাগ ক্ষেত্রেই শিশুর জন্মের পরই এই তথ্য জানা যায়। Photo- Representative
বাংলা খবর/ছবি/দেশ/
Bizzare News: ৭ মাসের শিশুর পেটে সন্তানের ভ্রূণ, কী করে প্রেগন্যান্ট হয়ে গেল, চিকিৎসক যা বললেন...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল