'Bikini Killer' Charles Sobhraj: কে এই চার্লস শোভরাজ? জানুন অন্ধকার জগতের এই কুখ্যাত সিরিয়াল কিলারের অজানা তথ্য
- Published by:Rachana Majumder
Last Updated:
একাধিক বার জেল থেকে পালানোর অভিযোগও উঠেছে শোভরাজের বিরুদ্ধে। তিহাড় থেকেও পালিয়েছিলেন তিনি।
advertisement
1/6

দীর্ঘ সময় পরে শুক্রবার মুক্তি পেয়েছে চার্লস শোভরাজ৷ কে এই কুখ্যাত সিরিয়াল কিলার?
advertisement
2/6
সত্তর-আশির দশকে মহিলাদের ত্রাসের অন্য নাম ছিল চার্লস শোভরাজ৷ বিকিনি কিলার হোক বা স্প্লিটিং কিলার- তার নামে শিউরে উঠতেন মহিলারা৷
advertisement
3/6
ভারতীয় বংশোদ্ভূত শোভরাজের বিরুদ্ধে প্রায় ২০ জন মহিলাকে খুনের অভিযোগ আছে। এর মধ্যে ১৪ জনই থাইল্যান্ডের।
advertisement
4/6
একাধিক বার জেল থেকে পালানোর অভিযোগও উঠেছে শোভরাজের বিরুদ্ধে। তিহাড় থেকেও পালিয়েছিলেন তিনি।
advertisement
5/6
নিহিতা বিশ্বাসের সঙ্গে চার্লসের বিয়ে ঘিরে আগেও চর্চা হয়েছে। ২০০৮ সালে বিয়ে হয় দু’জনের।
advertisement
6/6
শোনা যায়, জেলে থাকার সময়েই নিহিতা ও চার্লসের পরিচয় হয়। তখন শোভরাজের বয়স ৬৪। তবে তারপরে সেই নিহিতা কোথায় গেলেন সেটা এখনও রহস্য৷