বিহারে বাড়ি, বাসস্থানের প্রমাণপত্রের আবেদন ডোনাল্ড ট্রাম্পের! ফর্ম পেয়ে তাজ্জব অফিসারেরা! তারপর যা হল...
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। বিহারের সমস্তিপুর জেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে বাসস্থানের আবেদনপত্রের আর্জি জমা পড়ল।
advertisement
1/5

এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। বিহারের সমস্তিপুর জেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে বাসস্থানের আবেদনপত্রের আর্জি জমা পড়ল।
advertisement
2/5
সমস্তিপুরের মহিউদ্দিন নগর জোনে এক অজ্ঞাতপরিচয় অনলাইনে ট্রাম্পের ছবি এবং নাম দিয়ে বাসস্থানের আবেদন জানান।
advertisement
3/5
দেখা যায় সেই আবেদনপত্রে লেখা- নাম ডোনাল্ড ট্রাম্প, গ্রাম- হাসানপুর, ওয়ার্ড- ১৩ নম্বর, পোস্ট অফিস- বাকারপুর পুলিশ স্টেশন- মহিউদ্দিন নগর, জেলা- সমস্তিপুর।
advertisement
4/5
ভেরিফিকেশনে দেখা যায় গোটা ব্যাপারটাই ভুয়ো। ছবি, আধার, নম্বর, বারকোড, অ্যাড্রেস ডিটেইলস সব কিছুই ভুয়ো।
advertisement
5/5
মহিউদ্দিন নগরের সার্কেল অফিসার জানিয়েছেন, ইতিমধ্যেই স্থানীয় সাইবার থানায় অভিযোগ জানানো হয়েছে। আইটি অ্যাক্টে মামলা রুজু হয়েছে।