Prashant Kishore: রাজনীতির সফল 'কোচ' মাঠে খেলতে নেমে ব্যর্থ! বিহারে খাতাই খুলতে পারল জন সুরজ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Prashant Kishore: নিজে ভোট কুশলী। একাধিক বার বিভিন্ন রাজনৈতিক দলের জয়ে ভূমিকা রেখেছিলেন প্রশান্ত কিশোর। কিন্তু বিহারের ভোটে খাতাই খুলতে পারলেন না প্রশান্ত কিশোর।
advertisement
1/5

নিজে ভোট কুশলী। একাধিক বার বিভিন্ন রাজনৈতিক দলের জয়ে ভূমিকা রেখেছিলেন প্রশান্ত কিশোর।
advertisement
2/5
শেষ পর্যন্ত ফের রাজনীতিতে ফিরে বিহারের ভোটেও লড়েছিলেন, তবে বিহারের নির্বাচনে গেড়ুয়া ঝড়ে শুধু মহাগঠবন্ধন নয়, খড়কুটোর মতো উড়ে গেল জনসুরজও।
advertisement
3/5
এবারের নির্বাচনে ২৩৮টি আসনে প্রার্থী দিয়েছিল জন সূরজ পার্টি, কিন্তু কোনও আসনেই জিততে পারেনি প্রশান্ত কিশোরের দল। বরং বেশির ভাগ আসনেই জামানত জব্দ হয়েছে প্রশান্ত কিশোরের দলের।
advertisement
4/5
ভোট শেয়ারের দিক থেকে অবশ্য ২ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছে প্রশান্ত কিশোরের দল, তবে কোনও আসনে জিততে পারেনি।
advertisement
5/5
এই ভরাডুবির পরেই বিহারে প্রশান্ত কিশোরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল, গ্রহণযোগ্যতা নিয়েও উঠছে প্রশ্ন। ভোট কুশলী হলেও ভোটে দাঁত ফোটাতে পারলেন না প্রশান্ত কিশোর।