TRENDING:

Chirag Paswan in Bihar Election: বলে বলে ঘরে তুললেন সিট! বিহারের রথী-মহারথীদের মাঝে ‘নতুন স্টারে’র উদয়, নাম চিরাগ পাসোয়ান

Last Updated:
২০২০ সালে আসন বণ্টন নিয়ে ঐকমত্য না হওয়ায় একাই ২৩৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তাঁর দল৷ কিন্তু জয়ী হয় মাত্র ১ টা আসনে৷
advertisement
1/8
বলে বলে ঘরে তুললেন সিট! বিহারের রথী-মহারথীদের মাঝে ‘নতুন স্টার’, নাম চিরাগ পাসোয়ান
পটনা: ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচন৷ এই নির্বাচন মানুষ মনে রাখবেন হয়ত মোদি-নীতীশ-মহিলা অঙ্কের জন্য, মনে রাখবেন লালুপুত্র তেজস্বী আর সনিয়া পুত্র রাহুলের ‘মহা’জোটের পরাজয়ের জন্য৷ অথবা মনে রাখতে পারেন ভোটকুশলী প্রশান্ত কিশোরের ভোট ফানুস ওড়ার আগেই মুখ থুবড়ে পড়ার জন্য৷ কিন্তু, এই সমস্ত রথী, মহারথী, তারকা, মহাতারকার মাঝে বিহার রাজনীতিতে নব উত্থান হল এক যুব নেতার৷ বাবার ঐতিহ্য ধরে রাখার চেষ্টার দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন চিরাগ পাসোয়ান৷
advertisement
2/8
ভোটের আগে আসন বণ্টন ঘিরে বিজেপির সঙ্গে জোর দর কষাকষি করছিল জনশক্তি পার্টি (রাম বিলাস)-র প্রধান চিরাগ৷ জেডি (ইউ)-বিজেপি-র বাঘা বাঘা মাথার সঙ্গে একটানা দরদস্তুর করে ২৯টি কেন্দ্রে নিজের দলের প্রার্থী দিতে পেরেছিলেন৷ সেই ২৯টার মধ্যে ২২টিতেই বর্তমানে এগিয়ে তাঁর দল৷ স্ট্রাইক রেট ধরলে ৭০%-এর উপরে৷ ২০২০ সালে যেখানে এই চিরাগের দলই সাকুল্যে কুড়িয়েছিল ১টা মাত্র সিট৷
advertisement
3/8
২০০০ সালে লোক জনশক্তি পার্চি প্রতিষ্ঠিত হয়. প্রথম দিকে এনডিএ-এর হাত ধরে চললেও ২০০২ সালে গোধরা কাণ্ডের পরে জোট থেকে বেরিয়ে যায় LJP৷ ২০০৪ সালে রামবিলাস পাসোয়ান দল নিয়ে যোগ দেন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারে৷ মন্ত্রিত্বও পান৷
advertisement
4/8
তবে, ২০১৪ সালে ফের এনডিএ জোটের কাছে ফিরে আসে LJP৷ ফের কেন্দ্রীয় মন্ত্রিত্ব পান রামবিলাস পাসোয়ান৷ কিন্তু রামবিলাসের মৃত্যুর পরে তাঁর ছেলে রামবিলাস এবং ভাই পশুপতি কুমার পারসের দুই দলে ভাগ হয়ে যায় LJP৷ চিরাগের দলের নাম হয় লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) এবং পশুপতি কুমার পরসের পার্টি রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি৷ ২০২০ সালে এই পশুপতির এলজেপি এনডিএ-র পক্ষেই ছিল৷
advertisement
5/8
এদিকে চিরাগের রাস্তাও সহজ ছিল না ২০২০ সালে আসন বণ্টন নিয়ে ঐকমত্য না হওয়ায় একাই ২৩৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তাঁর দল৷ কিন্তু জয়ী হয় মাত্র ১ টা আসনে৷ তবে, এই এলজেপি (রাম বিলাস)-এর জোরাল প্রভাব পড়ে ২৯টি আসনের জেডি(ইউ) ভোটে৷
advertisement
6/8
২০১৪ লোকসভা নির্বাচনে অবশ্য পাশা পাল্টাতে শুরু করে চিরাগ পাসোয়ানের৷ ৫টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৫টাতেই জেতে এলজেপি (রাম বিলাস)৷ ধীরে ধীরে যুব ভোটে নিজের জায়গা করে নিতে শুরু করেন নব দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী৷
advertisement
7/8
২০২৫-এর বিহার বিধানসভা নির্বাচনের আগে বিহার জুড়ে ৪০টা আসনেই লড়তে চেয়েছিলেন চিরাগ৷ জেডি (ইউ)-র সঙ্গে টানা চলছিল দর কষাকষি৷ কার্যত হুমকির সুরেই বিজেপি-কে পাসোয়ান বার্তা দিয়েছিলেন, ‘‘আমি আসলে তরকারির মধ্যে নুনের মতো৷ প্রত্যেক আসনে প্রায় ২০ থেকে ২৫ হাজার ভোট আমি প্রাভাবিত করতে পারি৷ যে কোনও সময় আমি (জোট থেকে) বেরিয়ে যেতে পারি৷’’তখন রাজনৈতিক মহলে চিরাগকে ঘিরে এনডিএ জোট ভাঙার খবরও রটতে থাকে৷ তবে পরে চিরাগ নিজেই উড়িয়ে দেন সেই জল্পনা৷ সর্বসমক্ষে বলেন, ‘‘বিহারের নীতীশকে দরকার৷’’
advertisement
8/8
বর্তমানে নির্বাচন কমিশনের তথ্য বলছে, আসন সংখ্যার নিরিখে বিহারের চতুর্থ স্থানে থাকতে চলেছে চিরাগের দল৷ বিজেপি, জেডি(ইউ), আরজেডি-র পরেই৷
বাংলা খবর/ছবি/দেশ/
Chirag Paswan in Bihar Election: বলে বলে ঘরে তুললেন সিট! বিহারের রথী-মহারথীদের মাঝে ‘নতুন স্টারে’র উদয়, নাম চিরাগ পাসোয়ান
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল