Biggest Raid in India: ১২০ ঘণ্টার তল্লাশি, বাড়িতে নগদ ৩০০ কোটি, আলমারি ভর্তি গয়না! এই 'রেইড' দেখে চমকে গেছিল দেশ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Biggest Raid in India: উত্তর প্রদেশ ভোটের আগে এমনই এক হানায় কানপুরের ব্যবসায়ী পীযূষ জৈনের বাড়িতে যে সম্পদ মিলেছিল, তাতে চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড়।
advertisement
1/5

শুক্রবার রাতের ঘটনা কাঁপিয়ে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গকে। এসএসসি দুর্নীতি কাণ্ডে টালিগঞ্জের এক আবাসনে হানা দিয়ে নগদ ২১ কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই ফ্ল্যাটের মালকিন অর্পিতা মুখোপাধ্যায়ের কাছে ওই নগদ টাকা ছাড়াও মিলেছে প্রায় ৭৫ লক্ষের গয়না ও ৫৪ কোটির বিদেশি মুদ্রা। আর এই বিপুল পরিমান সম্পদের খোঁজ মিলতেই বাংলাজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।
advertisement
2/5
কিন্তু জানেন কি, মাস কয়েক আগেই উত্তর প্রদেশ ভোটের আগে এমনই এক হানায় কানপুরের ব্যবসায়ী পীযূষ জৈনের বাড়িতে যে সম্পদ মিলেছিল, তাতে চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড়। ৩১ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন কানপুরের ব্যবসায়ী পীযূষ জৈন।
advertisement
3/5
বরাবরই অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন যে পীযূষ, তাঁরই কিনা সম্পত্তি গুনতে গিয়ে হিমশিম খেয়ে হয়েছিল তদন্তকারীদের! ১২০ ঘণ্টার ম্যারাথন তল্লাশি চলেছিল পীযূষের বাড়িতে! উদ্ধার হয়েছিল ৩০০ কোটি নগদ টাকা, সম্পত্তির নথি, তার মধ্যে দুটি সম্পত্তি দুবাইয়ে এবং রাশি রাশি সোনা।
advertisement
4/5
পীযূষের বাড়িতে এত অর্থ, সোনাদানা দেখে চোখ কপালে উঠেছিল প্রতিবেশীদের। মহল্লায় স্কুটার কিংবা হেঁটে যাতায়াত করতেন যে পীযূষ, পোশাকও পরতেন একদম সাদামাটা, তাঁর বাড়িতেই কিনা এই কুবরের সম্পত্তি! পীযূষের দাদুর ছিল কাপড় ছাপার ব্যবসা। পীযূষ ও তাঁর ভাই অম্বরীশ, দু’জনেই কানপুর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর করেছেন।
advertisement
5/5
পীযূষ প্রথম জীবনে মুম্বইয়ে ফেরিওয়ালার কাজ করতেন। রসায়নে দক্ষতা থাকায় পাশাপাশি সাবান, কাপড় কাচার গুঁড়ো সাবানের উপাদানও তৈরি করতে শুরু করেন। কয়েক বছরের মধ্যেই পারিবারিক ব্যবসার ভার এসে পড়ে পীযূষের কাঁধে। একই সঙ্গে চলতে থাকে সাবান, কাপড় কাচার গুঁড়ো সাবানের উপাদানের ব্যবসাও। সেই থেকে পীযূষ শুরু করেন গুটখার উপাদান তৈরি। কিছুদিনের মধ্যেই পীযূষ নিজের সুগন্ধির ব্যবসা খোলেন।