TRENDING:

Bengal Weather Update: ৩০ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণ ভারতে! কেমন থাকবে West Bengal Weather? দেখুন আবহাওয়ার পূর্বাভাস...

Last Updated:
Bengal Weather Update: শুক্রবার থেকে থেকে শুষ্ক আবহাওয়ার প্রভাব বাড়বে। সপ্তাহের শেষে শীতের আমেজ বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের। Bangla News
advertisement
1/10
৩০ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণ ভারতে! কেমন থাকবে West Bengal Weather?
হেমন্তের হালকা আরামের মধ্যেই রয়েছে বৃষ্টির ছোঁয়া। এমন মেঘ-বৃষ্টির খেলাই চলছে বঙ্গের আকাশে। উপকূল ও সংলগ্ন জেলায় সকালে আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেলা বাড়লে শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হবে বাংলায়। তবে সপ্তাহান্তে নামবে রাতের পারদ। রাতে ও সকালে শীতের আমেজ বাড়বে।
advertisement
2/10
দক্ষিণবঙ্গের উপকূলের চার জেলায় আজ ও সকালে আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন কলকাতা হাওড়া হুগলি ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা। এমনটাই জানাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস।
advertisement
3/10
শুষ্ক আবহাওয়ার শুরু বঙ্গে। হেমন্তের পরিবেশ আগামী কয়েকদিন সারা বাংলা জুড়ে।  রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছে থাকায় হালকা শীতের আমেজ। খুব সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ। পশ্চিমের জেলা গুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। শুক্রবার থেকে থেকে শুষ্ক আবহাওয়ার প্রভাব বাড়বে। সপ্তাহের শেষে রাতের তাপমাত্রা কমতে পারে। সকালের শীতের আমেজ আরো একটু বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
4/10
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। শুষ্ক আবহাওয়া জারি থাকবে সেখানেও। আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা কিছুটা কমবে। শীতের আমেজ কিছুটা বাড়বে সঙ্গে সকালের দিকে কুয়াশা।
advertisement
5/10
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে। সকালের দিকে মনোরম পরিবেশ। বিকেলের দিকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি উপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯২ শতাংশ। বৃষ্টি হয়নি কলকাতায়।
advertisement
6/10
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি নিম্নচাপ। নিম্নচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে। এটি ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে তামিলনাডু অন্ধ্রপ্রদেশ ও  উপকূলের দিকে যাবে। এর সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষভাবে পূবালী হওয়ার জেরে জলীয়বাষ্প ঢুকবে বাংলার উপকূলের জেলাগুলিতে।
advertisement
7/10
ঘূর্ণাবর্ত রয়েছে লাক্ষাদ্বীপ সংলগ্ন কেরল উপকূলে। আরও একটি ঘূর্ণাবর্ত তামিলনাড়ু উপকূলে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সারাদেশ থেকে বিদায় নিয়েছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে প্রভাব বিস্তার করছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। যাকে রিটার্ন মন্সুন বলা হয়। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। অন্য একটি পূবালী অক্ষরেখা রয়েছে কেরল উপকূলে থেকে কর্ণাটক উপকূল পর্যন্ত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে পহেলা নভেম্বর উত্তর-পশ্চিম ভারতের।
advertisement
8/10
উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু  অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে। আগামীকাল সোমবার থেকেই দক্ষিণ-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হবে দক্ষিণ ভারতের তামিলনাডু পন্ডিচেরি ও করাইকাল এবং কেরলে। ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাড়ু উপকূলে। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব শুরু হবে। এর প্রভাবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে। বৃষ্টি হবে তামিলনাড়ু পুডুচেরি অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কেরালা ও করাইকালে।
advertisement
9/10
উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে  ৩০ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস তামিলনাডু পন্ডিচেরি ও করাইকাল এলাকায়। কেরল ও মাহেতে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত কর্নাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতি ও শুক্রবার অন্ধ্রপ্রদেশ এবং রায়ালাসিমাতে থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা।
advertisement
10/10
আগামী কয়েকদিনে দেশের বেশ কিছু অংশে রাতের তাপমাত্রা কমবে। আগামী দু'দিনের গুজরাতে রাতের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি পর্যন্ত নামতে পারে । শুক্রবার থেকে রাতের তাপমাত্রা নামবে পূর্ব ভারতের বিহার  ও ঝাড়খন্ডে। শুক্র-শনিবার নাগাদ এই দুই রাজ্যে রাতের তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এর  প্রভাব পড়বে  বঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। আগামী কয়েকদিনে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতের পূর্ব ভারতের তাপমাত্রা বেশ কিছুটা নামবে।
বাংলা খবর/ছবি/দেশ/
Bengal Weather Update: ৩০ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণ ভারতে! কেমন থাকবে West Bengal Weather? দেখুন আবহাওয়ার পূর্বাভাস...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল